হিদমার পরদিনই বড় সাফল্য: মারেদুমিল্লির জঙ্গলে গুলির লড়াই, নিহত ৭ মাওবাদী

Seven Maoists Killed Tech Shankar

অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু (এএসআর) জেলার ঘন জঙ্গলাঞ্চল মারেদুমিল্লিতে ফের মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। বুধবার সকালে হওয়া এই অভিযানে নিহত হয়েছেন কমপক্ষে সাত মাওবাদী। ঘটনায় নিহতদের মধ্যে তিনজন মহিলা মাওবাদীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisements

মঙ্গলবারের অভিযানে শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমা নিহত হওয়ার মাত্র একদিন পরই নতুন করে বৃহত্তর অপারেশনে নামে অন্ধ্র পুলিশ। বিজয়ওয়াড়ায় সাংবাদিক বৈঠকে অন্ধ্রপ্রদেশ ইন্টেলিজেন্স এডিজি মহেশ চন্দ্র লাড্ডা জানান, “মাঠ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে এ পর্যন্ত সাতজন মাওবাদী মারা গিয়েছেন। আজকের অভিযান আসলে গতকালের অপারেশনেরই ধারাবাহিকতা।”

   

নিহতদের মধ্যে প্রযুক্তি বিশেষজ্ঞ ‘টেক শংকর’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে— মেতুরি জোখা রাও ওরফে ‘টেক’ শংকর। শ্রীকাকুলামের বাসিন্দা শংকর ছিলেন আন্ধ্র–ওডিশা সীমান্ত (এওবি) অঞ্চলের এরিয়া কমিটি সদস্য (এসিএম)। তিনি প্রযুক্তিগত অপারেশন, অস্ত্র প্রস্তুত, যোগাযোগ ব্যবস্থা–সহ মাওবাদীদের প্রযুক্তি শাখার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। অন্যদের পরিচয় যাচাই চলছে।

টানা অভিযানে ধরা পড়েছে ৫০ মাওবাদী— অন্ধ্রের ইতিহাসে সর্বাধিক Seven Maoists Killed Tech Shankar

এডিজি লাড্ডা আরও জানান, গতকালের সংঘর্ষে হিদমা ও পাঁচজন সহযোগী খতম হওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নতুন করে তল্লাশি শুরু হয়। তার ফলেই বুধবারের অভিযান। গত কয়েক দিনে এনটিআর, কৃষ্ণা, কাকিনাডা, কোনসীমা ও এলুরু— এই পাঁচ জেলাজুড়ে মোট ৫০ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে এটাই একদিনে মাওবাদী ধরার ইতিহাসে সর্ববৃহৎ সংখ্যা বলে দাবি পুলিশের।

Advertisements

অস্ত্র–গোলাবারুদের বড় ভান্ডার উদ্ধার

অভিযানস্থল থেকে উদ্ধার হয়েছে ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ৭৫০ গ্রাম ওয়্যার ও একাধিক সামগ্রী। পুলিশ জানিয়েছে, ছত্তিসগড় দিক থেকে মাওবাদীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। তাদের চলাচলের নতুন কয়েকটি প্যাটার্ন এবং লুকোনো জায়গা চিহ্নিত হওয়ার পর এই অভিযান শুরু হয়েছে।

Bharat: Seven Maoists, including top technology expert ‘Tech Shankar’, were killed in a major anti-Maoist operation by security forces in Andhra Pradesh.