Arunachal Pradesh: তুষারধসে আটকে গেলেন ৭ সেনাকর্মী

সাত ভারতীয় সেনা কর্মী আটকে পড়লেন অরুণাচল প্রদেশের তুষার ধসে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কামেঙ্গ সেক্টরে। জানা গিয়েছে, সোমবার অরুণাচল প্রদেশের কামেং সেক্টরের…

Arunachal Pradesh: তুষারধসে আটকে গেলেন ৭ সেনাকর্মী

সাত ভারতীয় সেনা কর্মী আটকে পড়লেন অরুণাচল প্রদেশের তুষার ধসে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কামেঙ্গ সেক্টরে।

জানা গিয়েছে, সোমবার অরুণাচল প্রদেশের কামেং সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের কবলে পড়ে ভারতীয় সেনাবাহিনীর সাত জন সদস্য আটকে পড়েছেন এবং তাদের সন্ধান চলছে। সেনাবাহিনীর তরফ থেকে জানা গিয়েছে যে সেনা সদস্যরা একটি টহল দলের অংশ ছিল এবং রবিবার তুষারধসের কবলে পড়েছিল।

বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। উদ্ধার কাজে সহায়তা করার জন্য বিশেষ দলগুলিকে এয়ারলিফট করা হয়েছে। গত কয়েক দিন ধরে ওই এলাকায় ভারী তুষারপাতের সঙ্গে খারাপ আবহাওয়া বিরাজ করছে।

Advertisements

সীমান্ত রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে এই মাসে ভারী তুষারপাত হচ্ছে। ইটানগরের কাছে দারিয়া পাহাড়ে ৩৪ বছর পর তুষারপাত হয়েছে এবং অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার রূপা শহরে দুই দশক পর তুষারপাত হয়েছে বলে খবর।