মাঝরাতে দলবদল! বিআরএস ছেড়ে ৬ MLC যোগ দিলেন কংগ্রেসে

তেলেঙ্গনার রাজনীতিতে বিরাট চমক! প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস) ছেড়ে বিধান পরিষদের ৬ সদস্য যোগ দিলেন কংগ্রেসে (Congress)। বর্তমানে দক্ষিণের এই…

মাঝরাতে দলবদল! বিআরএস ছেড়ে ৬ MLC যোগ দিলেন কংগ্রেসে

তেলেঙ্গনার রাজনীতিতে বিরাট চমক! প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস) ছেড়ে বিধান পরিষদের ৬ সদস্য যোগ দিলেন কংগ্রেসে (Congress)। বর্তমানে দক্ষিণের এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন কংগ্রেসের (Congress) রেবন্ত রেড্ডি।

তেলেঙ্গানার বিআরএস MLC ডান্ডে ভিতাল, ভানুপ্রসাদ রাও, এমএস প্রভাকর, বোগাপারু দয়ানন্দ, এগ মল্লেশ এবং বাসব রাজু সারাইয়া কেসিআর বিআরএস থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাসমুন্সি ৬ MLC-কে দলে স্বাগত জানান।

   

শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। রাত ১টা নাগাদ দিল্লি থেকে ফেরার কিছুক্ষণ পরেই জুবিলি হিলসে রেবন্তের বাসভবনে এই যোগদান অনুষ্ঠান হয়। বর্তমানে ৪০ সদস্যের তেলেঙ্গনা বিধান পরিষদে বিআরএসের দখলে আছে ২৯টি আসন। আর কংগ্রেসের চারটি আসন রয়েছে।

২০২৬-এ উল্টে যেতে পারে NDA সরকার! আশঙ্কা প্রকাশ বিজেপি বিধায়কের

Advertisements

এই দলবদলের ফলে কংগ্রেসের আসনসংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১০। আর ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস) সদস্য সংখ্যা কমে হল ২৩। এদিকে মোদীর সঙ্গে বৈঠকে রাজ্যের উন্নয়ন ও পরিকাঠামোগত ইস্যু নিয়ে বেশ কিছু দাবি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন। তেলেঙ্গনা অ্যান্টি-নারকোটিক্স ব্যুরো (টিজি এনএবি) এবং তেলেঙ্গনা সাইবার সিকিউরিটি ব্যুরো (টিজি সিএসবি) আধুনিকীকরণের জন্য আর্থিক সাহায্য চেয়েছেন তিনি। তিনি টিজি এনএবির জন্য ৮৮ কোটি টাকা এবং টিজি সিএসবির জন্য ৯০ কোটি টাকা চেয়েছেন।

আচমকা সনিয়া-রাহুলের দুয়ারে ধনকুবের মুকেশ আম্বানি! হল কী?