নয়াদিল্লি: কফ সিরাপ (Cough Syrup) খেয়ে বিষক্রিয়ায় শিশুর মৃত্যুর ঘটনায় তোলপাড় সমগ্র দেশ। মধ্যপ্রদেশের শিশুদের Coldrif কফ সিরাপ দেওয়ায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পারভীন সোনি। এই নিয়ে কেন্দ্র-রাজ্য সরকার সহ ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশান (IMA)।
কফ সিরাপ থেকে বিষক্রিয়া হওয়ায় চিকিৎসককে কাঠগড়ায় কেন দাঁড় করানো হল বলে প্রশ্ন তুলেছেন IMA-এর রাষ্ট্রীয় অধ্যক্ষ ডঃ দীলিপ ভানুশালী। Coldrif কফ সিরাপ প্রস্তুতকারী শ্রিসান ফার্মাসিউটিক্যাল (Srisan Pharma) সহ সরকার এবং ড্রাগ কন্ট্রোলারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন IMA-এর রাষ্ট্রীয় অধ্যক্ষ।
“এর আগে দক্ষিণ আফ্রিকায় বিষাক্ত ওষুধ বিক্রি করেছিল শ্রিসান ফার্মাসিউটিক্যাল। তার পরেও কীভাবে ভারতে ওষুধ বিক্রির অনুমতি পেল ওই সংস্থা?”, বলে তোপ দেগেছেন ডঃ দীলিপ ভানুশালী। মধ্যপ্রদেশ, রাজস্থানে কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যু সরকার এবং ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCG)এর গাফিলতির জেরেই হয়েছে বলে দাবী ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। গ্রেফতার হওয়া চিকিৎসক তাঁর দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে আইএমএফ।
কফ সিরাপ বিতর্কে চিকিৎসককে সাসপেন্ড ও গ্রেফতার করা হয়
রবিবার সকালে মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে, জনস্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা কমিশনার তরুণ রাঠি তাৎক্ষণিকভাবে ডঃ পারভীন সোনিকে বরখাস্ত করেন। বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে ব্যক্তিগত অনুশীলনের সময় চিকিৎসায় ‘ঘোরতর অবহেলা’ এবং ‘সর্বনিষ্ঠতার সাথে দায়িত্ব পালনে ব্যর্থ তিনি”।
ছিন্দওয়ারার পারাসিয়া থানায় ডঃ পারভীন সোনি এবং উৎপাদনকারী সংস্থা মেসার্স শ্রীসান ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১০৫, ২৭৬ এবং ড্রাগস অ্যান্ড কসমেটিকস আইন ১৯৪০ এর ধারা ২৭এ-এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। রবিবার অভিযোগের ভিত্তিতে ওই শিশুরোগ বিশেষজ্ঞকে গ্রেফতার করা হয়েছে বলে জানান্য পুলিশ।