সেলা লেকের জমাট বরফে পা পিছলে বিপত্তি, তলিয়ে মৃত্যু কেরলের ২ পর্যটকের

তাওয়াং: পর্যটনের আনন্দ বদলে গেল বিষাদে। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের বিখ্যাত সেলা লেকে ছবি তুলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন একদল পর্যটক। জমে যাওয়া হ্রদের বরফ…

Sela Lake accident

তাওয়াং: পর্যটনের আনন্দ বদলে গেল বিষাদে। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের বিখ্যাত সেলা লেকে ছবি তুলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন একদল পর্যটক। জমে যাওয়া হ্রদের বরফ ফেটে বরফশীতল জলে তলিয়ে গেলেন কেরলের দুই যুবক। মৃতদের মধ্যে একজনের দেহ উদ্ধার করা গেলেও অন্যজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

Advertisements

১. কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

পুলিশ সূত্রে খবর, কেরল থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দল গুয়াহাটি হয়ে তাওয়াং পৌঁছান। ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সেলা লেক তখন বরফে ঢাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পর্যটকদের মধ্যে একজন ছবি তোলার নেশায় লেকের জমে যাওয়া স্তরের ওপর হাঁটতে শুরু করেন। হঠাৎই তাঁর পায়ের তলার পাতলা বরফ ফেটে যায় এবং তিনি লেকের হিমাঙ্ক ছুঁইছুঁই জলে পড়ে যান।

   

তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন দলের অন্য দুই সদস্য- বছর ২৬-এর দিনু এবং ২৪ বছর বয়সী মহাদেব। প্রথম পর্যটকটি কোনওক্রমে সেনা ও অন্যান্যদের সাহায্যে পাড়ে উঠে এলেও, দিনু এবং মহাদেব জলের তলায় তলিয়ে যান।

২. উদ্ধার অভিযান ও বর্তমান পরিস্থিতি Sela Lake accident

বিকেল ৩টে নাগাদ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশ, এসডিআরএফ (SDRF) এবং কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় যৌথ উদ্ধার অভিযান। অত্যন্ত খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকা সত্ত্বেও দিনুর নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মহাদেব এখনও নিখোঁজ। অন্ধকার হয়ে যাওয়ায় শুক্রবার রাতের মতো তল্লাশি বন্ধ রাখা হলেও শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু হয়েছে। দিনুর দেহ ময়নাতদন্তের জন্য জং কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হয়েছে।

৩. প্রশাসনের সতর্কতা ও নিষেধাজ্ঞা

তাওয়াংয়ের পুলিশ সুপার (SP) ডি ডব্লিউ থঙ্গন জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে আগেই স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছিল। লেকের ধারে বড় বড় করে সাইনবোর্ড লাগিয়ে সতর্ক করা হয়েছিল যে, বরফ ঢাকা হ্রদের ওপর দিয়ে হাঁটা অত্যন্ত বিপজ্জনক। কারণ ওপর থেকে বরফ শক্ত মনে হলেও নিচের অংশটি নড়বড়ে থাকতে পারে, যা মানুষের ভার সহ্য করতে পারে না। ডিসেম্বর মাসেই এই সংক্রান্ত অ্যাডভাইজরি জারি করেছিল প্রশাসন।

৪. পর্যটকদের জন্য সতর্কবার্তা

সেলা লেক পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হলেও শীতকালে এর রূপ হয়ে ওঠে বিপজ্জনক। হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকায় এবং পাতলা বরফের চাদরের কারণে এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তরফে বারংবার অনুরোধ জানানো হচ্ছে, রোমাঞ্চের নেশায় যেন কেউ নিজেদের জীবন বাজি না রাখেন।

Bharat: A photoshoot turned tragic at Arunachal Pradesh’s Sela Lake as frozen ice gave way, drowning two tourists from Kerala. One body has been recovered while rescue teams continue searching for the missing youth amid extreme cold and poor visibility.

Advertisements