Parliament Security: নতুন সংসদ ভবনের নিরাপত্তা গলদ, অধিবেশনেই সন্দেহভাজনদের হামলা

Parliament House

সংসদ ভবনের নিরাপত্তায় (Parliament Security)বড় ধরনের ত্রুটি। বুধবার সংসদের বৈঠক চলাকালীন নিরাপত্তা বেষ্টনী ভেঙে ২ জন লোক লোকসভায় প্রবেশ করে। বেঞ্চের উপর ঝাঁপিয়ে পড়তেই তোলপাড় শুরু হয়। নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং দুই অভিযুক্তকে ধরা হয়। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন এই দিনে ২০০১ সালের  অর্থাৎ ১৩ ডিসেম্বর সংসদ ভবনে সন্ত্রাসী হামলা হয়েছিল এবং ৯ জন জওয়ান শহীদ হয়েছিল। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি লোকসভায় ঢোকার সময় স্প্রেও করেছেন।এই ঘটনার পরেই দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার কার্যক্রম।

Advertisements

বলা হচ্ছে, অধিবেশন  চলাকালীন যে দু’জন সংসদে  ঢুকেছিলেন তাদের একজনের নাম সাগর। দুজনেই সাংসদের নামে লোকসভা ভিজিটর পাসে এসেছিলেন। সাংসদ দানিশ আলি জানিয়েছেন যে দুজনেই মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমার নামে লোকসভা ভিজিটর পাস দিয়ে এসেছিলেন।

কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেছেন, হঠাৎ করেই দর্শক গ্যালারি থেকে প্রায় ২০ বছরের দুই যুবক হাউসে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হাতে ক্যানিস্টার ছিল। এসব ক্যানিস্টার থেকে ধোঁয়া বের হচ্ছিল। তাদের একজন স্পিকারের চেয়ারের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছিল। তারা কিছু স্লোগান দিচ্ছিল। ধোঁয়া বিষাক্ত হতে পারে। যা নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ফাঁক বলে দাবি করেছেন তিনি।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কারা তাদের সংসদে আসার পাস দিয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা সংসদে ঝাঁপিয়ে পড়েছেন তাদের সঙ্গে কার কোন সম্পর্ক আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements

 

এদিকে এদিনই সংসদ ভবনের সামনে পরিবহন ভবনের দিকে স্লোগান দিতে গিয়ে কাঁদানে গ্যাসের ধোঁয়া ছুড়ে দেন এক মহিলা ও এক পুরুষ। পরে পুলিশ তাদের দুজনকে হেফাজতে নেয়। আটক মহিলার নাম নীলম, তিনি হিসারের বাসিন্দা। যুবকের নাম অমল শিন্ডে, যিনি মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা।