মন্দির-মসজিদে সমীক্ষা নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, হবে না নতুন মামলাও

নয়াদিল্লি: মন্দির-মসজিদ-গির্জার সমীক্ষা এখনই নয়৷ ন্দির বা মসজিদ নিয়ে নতুন কোনও মামলাও করা যাবে না৷ স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত৷ এই সংক্রান্ত পুরনো মামলাগুলি নিষ্পত্তি না হওয়া…

supreme court

নয়াদিল্লি: মন্দির-মসজিদ-গির্জার সমীক্ষা এখনই নয়৷ ন্দির বা মসজিদ নিয়ে নতুন কোনও মামলাও করা যাবে না৷ স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত৷ এই সংক্রান্ত পুরনো মামলাগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন মামলা গ্রহণ করা হবে না৷ এমনকি নিম্ন আদালতগুলিও যেন মন্দির-মসজিদ সংক্রান্ত কোনও মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ না দেয়, সেই নির্দেশও দিয়েছে আদালত। বৃহস্পতিবার উপাসনাস্থল আইন মামলার শুনানিতে এমনই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। (sc stays surveys of temple mosque)

উপাসনাস্থল আইনে বদল চেয়ে মামলা sc stays surveys of temple mosque

উপাসনাস্থল আইনে বদল চেয়ে মামলা হয়েছিল৷ সাড়ে তিন বছর পর আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে ছিল সেই সংক্রান্ত মামলার শুনানি৷ সওয়াল-জবাবের পর আদালতের নির্দেশ, এই মুহূর্তে দেশে মন্দির, মসজিদ, গির্জা বা অন্য কোনও উপাসনাস্থল নিয়ে চলা মামলগুলি স্থগিত রাখা হবে৷ নিম্ন আদালত তো বটেই, হাই কোর্টগুলিও এই সংক্রান্ত মামলায় কোনও তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে পারবে না। পুরনো মামলা নিষ্পত্তি না হলে নতুন কোনও মামলাও শুনবে না। আগে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি হোক, তার পরেই হবে মামলার শুনানি৷ 

   

Supreme Court

কেন্দ্রের জবাব তলাব sc stays surveys of temple mosque

উপাসনাস্থল আইনের বিরুদ্ধে করা মামলাগুলি নিয়ে কেন্দ্রের কী বক্তব্য তা রিপোর্ট আকারে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এর আগেও আদালত কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল। কিন্তু, কেন্দ্র নিজেদের বক্তব্য জানানোর জন্য আদালতের কাছে বারবার সময় চেয়ে নেয়৷ তাই মামলার শুনানিও পিছিয়ে যায়। ২০২১ সাল থেকে বিষয়টি ঝুলে রয়েছে৷ এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

কী ছিল আইনে? sc stays surveys of temple mosque

উল্লেখ্য, ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ ব্যবস্থা) আইন অনুযায়ী, কোনও ধর্মের উপাসনাস্থলের চরিত্র পাল্টানো যাবে না। ১৯৪৭ সালে স্বাধীনতার সময় যেখানে যা ছিল, সেখানেই থাকবে। এই আইনে বদল চেয়েই সুপ্রিম কোর্টে মামলা হয়। 

 Bharat: Supreme Court halts new temple-mosque-church surveys and cases in India. No significant lower court orders allowed until existing cases are resolved. Supreme Court directive on Places of Worship Act.