Rahul Gandhi: ফের সংসদে রাহুল? মোদী পদবী মামলায় সুপ্রিম স্বস্তি

মোদী পদবি মানহানি মামলায় আপাতত স্বস্তি পেলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের তরফে সুরাট আদালতে সাজার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হল। ২০১৯ সালে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

চলতি বছর গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। সেই সাজায় স্থগিতাদেশ চেয়েই একের পর এক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন রাহুল।
শেষ ভরসা ছিল সুপ্রিম কোর্ট। সেখানেই মিলল স্বস্তি।

   

সুপ্রিম কোর্ট এদিন স্থগিতাদেশ জারি করতে গিয়ে জানিয়েছে, সুরাটের নিম্ন আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দিয়েছিল। কিন্তু কেন সর্বোচ্চ শাস্তি দিয়েছিল সেই কারণ ব্যাখ্যা করেনি। তাই নিম্ন আদালতের ওই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হল।

প্রসঙ্গত, ২০১৯ সালে কর্নাটকে ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, “দেখা যাচ্ছে যাঁরাই দুর্নীতি করছেন তাঁদেরই পদবি মোদী। আইপিএলে লুঠ করেছিলেন ললিত মোদী। নীরব মোদী টাকা লুঠ করে পালিয়ে গিয়েছেন। যিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনিও একজন মোদী। দুজনেই একই রাজ্যের।”

এই ঘটনায় তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল সুরাটের একটি আদালতে। সেই মানহানির মামলায় রাহুলের বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। নিম্ন আদালতের ওই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন রাহুল। কিন্তু সেখানেও স্বস্তি পাননি। অবশেষে সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ঠিক মুখে স্বস্তি পেলেন রাহুল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন