
নয়াদিল্লি: আইপ্যাক (I-PAC) দফতরে তল্লাশি ঘিরে রাজ্য ও ইডির আইনি লড়াইয়ে বৃহস্পতিবার নয়া মোড়। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে বড়সড় স্বস্তি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা সমস্ত এফআইআর-এর (FIR) ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। একইসঙ্গে ৮ জানুয়ারির ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ (CCTV Footage) অবিকৃত অবস্থায় সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।
“অত্যন্ত গুরুতর বিষয়”: সুপ্রিম কোর্ট
বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ আজ স্পষ্ট জানায় যে, আইপ্যাক-কাণ্ডে ইডির তোলা অভিযোগগুলো অত্যন্ত ‘গুরুতর’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে একটি রাজ্যের প্রশাসন বা পুলিশ এভাবে বাধা দিতে পারে কি না, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছে আদালত। এ দিন রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়ে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
থামল পুলিশের তদন্ত, সংরক্ষিত হবে ফুটেজ SC stays FIR against ED
গত ৮ জানুয়ারি আইপ্যাক দফতরে তল্লাশির পর ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশ একাধিক মামলা রুজু করেছিল। আজ সুপ্রিম কোর্ট সেই তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিল, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ইডি অফিসারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এছাড়া, ঘটনার দিনের আইপ্যাক অফিস ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য হার্ড ড্রাইভ যাতে নষ্ট বা বিকৃত না করা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্যকে।
সিবিআই তদন্তের আর্জি খতিয়ে দেখবে আদালত
ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তল্লাশিতে বাধা দিয়ে নথিপত্র সরিয়ে নিয়েছেন। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। আদালত জানিয়েছে, ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন এই সিবিআই তদন্তের বিষয়টি বিস্তারিতভাবে বিচার করা হবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলেও আদালত তা বর্তমানে গ্রাহ্য করেনি। বরং আদালতের পর্যবেক্ষণ, কেন্দ্রীয় সংস্থার কাজ করার স্বাধীনতা এবং আইনের শাসন বজায় রাখতে এই ইস্যুটি গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
Bharat: Supreme Court stays Bengal Police FIRs against ED officials in the I-PAC raid case, calling it a “serious issue.” The bench ordered the preservation of CCTV footage and issued a notice to the state govt. Next hearing on CBI probe set for Feb 3.










