নতুন প্রজন্মের জনপ্রিয় কৌতুকশিল্পীদের একাংশকে তিরস্কার করল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের নিয়ে হাস্যরস তৈরি কোনওভাবেই ‘‘মুক্ত বক্তৃতা’’র নামে চলতে পারে না। আদালতের নির্দেশ, যেভাবে তাঁরা আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন, সেভাবেই নিজেদের সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মেও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
মামলার প্রেক্ষাপট
এই মামলা দায়ের করেছে SMA Cure Foundation নামের এক সংগঠন, যাদের অভিযোগ কৌতুকশিল্পী সময় রায়না, বিপুন গোয়েল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠাক্কর ও নিশান্ত জগদীশ তানওয়ারের বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা নিজেদের স্ট্যান্ড-আপ শো-তে শারীরিকভাবে ভিন্ন ক্ষমতাসম্পন্ন মানুষদের নিয়ে একাধিক ‘‘অসংবেদনশীল’’ রসিকতা করেছেন।
আদালতের পর্যবেক্ষণ SC Pulls Up Comedians For Disability Jokes
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘‘হিউমার জীবনের অংশ, আমরা নিজের উপরও হাসি। কিন্তু যখন সেই হাসির লক্ষ্য হয় অন্যকে হেয় করা বা একটি সম্প্রদায়কে আঘাত করা, তখন তা মুক্ত বক্তৃতার সীমা ছাড়িয়ে যায়। এটাই আজকের তথাকথিত ইনফ্লুয়েন্সারদের বোঝা উচিত। তাঁরা বক্তৃতাকে বাণিজ্যিক রূপ দিচ্ছেন। কিন্তু সমাজকে ব্যবহার করে কোনও সম্প্রদায়কে আঘাত করার অধিকার কারও নেই।’’
আদালত আরও মন্তব্য করেছে, ‘‘আজ প্রতিবন্ধীদের নিয়ে এমন রসিকতা হচ্ছে, আগামী দিনে তা মহিলাদের, প্রবীণদের কিংবা শিশুদের নিয়েও হতে পারে। একে কোথায় গিয়ে থামানো হবে?’’
ক্ষমা ও দায়বদ্ধতা
আসামীদের আইনজীবী আদালতকে জানান, সংশ্লিষ্ট কৌতুকশিল্পীরা ইতিমধ্যেই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। বিচারপতিরা পাল্টা বলেন, ‘‘পরের বার আমাদের বলবেন, কত জরিমানা চাপানো উচিত আপনাদের উপর।’’
সিনিয়র অ্যাডভোকেট অপরাজিতা সিং, যিনি ফাউন্ডেশনের পক্ষ নিয়ে উপস্থিত ছিলেন, বলেন, ‘‘আজ আদালতের বার্তা যথেষ্ট স্পষ্ট। তাঁরা (কৌতুকশিল্পীরা) ক্ষমা চেয়েছেন, সেটাই ইতিবাচক দিক। তবে তাঁদের প্রভাব ব্যবহার করে সমাজে সচেতনতা ছড়ানোই হবে প্রকৃত ক্ষমা প্রার্থনা।’’
বিচারপতিরা শেষ নির্দেশে বলেন, প্রত্যেক কৌতুকশিল্পীকে নিজেদের ইউটিউব চ্যানেল ও পডকাস্টে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে সমাজে ইতিবাচক বার্তা ছড়ানোর দায়িত্বও নিতে হবে।
আদালতের এই রায়কে অনেকেই ‘‘মুক্ত বক্তৃতা ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষার নজির’’ বলে মন্তব্য করেছেন।
Bharat: The Supreme Court has reprimanded comedians for making jokes about people with disabilities, stating it’s not “free speech.” The court has ordered them to issue a public apology on social media platforms, emphasizing that targeting a community is unacceptable.