“আমি বন্দি, আমাকে ফিরিয়ে নাও”, পাকিস্তানে আটক সরবজিৎ কৌরের আর্তনাদ

Sarabjeet Kaur trapped in Pakistan

নয়াদিল্লি: পাকিস্তানে তিন বছর ধরে কার্যত বন্দিদশায় থাকা ভারতীয় মহিলা সরবজিৎ কৌরের কাহিনি শুধুই একটি আইনি মামলা বা কূটনৈতিক জটিলতা নয়, এটি এক নারীর স্বাধীনতার জন্য আর্তনাদের নির্মম দলিল। ধর্মীয় তীর্থযাত্রার ভিসায় পাকিস্তানে গিয়েছিলেন তিনি। কিন্তু আজও দেশে ফেরা হয়নি তাঁর। লাহোরের একটি শেল্টার হোমে আটকে রয়েছেন সরবজিৎ, পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায়, ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ তাঁর স্বামীর।

Advertisements

ভেঙে পড়েন সরবজিৎ কৌর

CNN-News18-কে দেওয়া সাক্ষাৎকারে ভেঙে পড়েন সরবজিৎ কৌরের স্বামী করনাইল সিং। তিনি দাবি করেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হওয়া পাকিস্তানের বাসিন্দা নাসির হুসেন তাঁর স্ত্রীকে ব্ল্যাকমেল করে ফাঁদে ফেলেন। করনাইলের অভিযোগ, গোপনে ব্যক্তিগত ছবি ও ভিডিও রেকর্ড করে নাসির পরে সেগুলিকেই হাতিয়ার বানান। “ও সেই ছবি আমার কাছে, আমাদের পরিবারের লোকজনের কাছে, এমনকি ওর ভাইদের কাছেও পাঠিয়েছে,” বলেন করনাইল। তাঁর দাবি, উদ্দেশ্য ছিল অপমান ও আতঙ্ক ছড়িয়ে পরিবারকে চুপ করিয়ে দেওয়া।

   

সবচেয়ে ভয়াবহ প্রমাণ হিসেবে করনাইলের হাতে রয়েছে একাধিক অডিও ও ভিডিও রেকর্ডিং, যা CNN-News18 দেখেছে বলে দাবি করেছে। সেখানে শোনা যাচ্ছে সরবজিৎ কৌরের কান্নাভেজা কণ্ঠ—স্বামীর কাছে তিনি বারবার অনুরোধ করছেন তাঁকে উদ্ধার করার জন্য। কাঁপা গলায় তিনি জানাচ্ছেন, তিনি স্বাধীন নন, তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে, এবং তিনি যে কোনও মূল্যে দেশে ফিরতে চান। ফোনে ধরা পড়া সেই কান্না ও অসহায়ত্ব কার্যত এক ভাঙা, আতঙ্কগ্রস্ত নারীর আর্তনাদ।

বিয়েতে বাধ্য Sarabjeet Kaur trapped in Pakistan

করনাইল সিংয়ের আরও অভিযোগ, বন্দুকের মুখে সরবজিৎকে এমন এক বিয়েতে বাধ্য করা হয়, যেখানে তাঁর কোনও সম্মতি ছিল না। শুধু তাই নয়, তাঁকে জোর করে ধর্মান্তরিতও করা হয়েছে বলে দাবি। “সব কিছু বন্দুক দেখিয়ে করানো হয়েছে,” CNN-News18-কে বলেন করনাইল। তাঁর জোরালো বক্তব্য, সরবজিৎ কোনও কিছুতেই স্বেচ্ছায় রাজি হননি।

এই দীর্ঘ বন্দিদশায় সরবজিৎ কৌরের শারীরিক ও মানসিক অবস্থা ভয়াবহভাবে ভেঙে পড়েছে বলেও দাবি স্বামীর। তিনি হতাশায় ভুগছেন, রক্তচাপ বিপজ্জনক মাত্রায় ওঠানামা করছে। “ও যখন ফোন করে, আমাকে শুধু বলে, আমায় ফিরিয়ে আনো,” বলেন করনাইল। “ওর কান্নার প্রতিটা রেকর্ড আমার কাছে আছে।”

সরবজিৎ কৌরের তিন বোনকেও অপহরণ

অভিযোগ এখানেই থামেনি। করনাইলের দাবি, পরিবারকে আরও চাপে ফেলতে নাসির হুসেন সরবজিৎ কৌরের তিন বোনকেও অপহরণ করেছে। তিনি বারবার পাকিস্তানের প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, তাঁর স্ত্রীকে মুক্ত করার এবং দোষীদের শাস্তি দেওয়ার জন্য। “আমি পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করছি—আমার স্ত্রীকে মুক্ত করুন,” বলেন করনাইল। “ও প্রতিদিন যন্ত্রণা ভোগ করছে।”

এই মুহূর্তে লাহোরের একটি শেল্টার হোমে বসে আদালতের শুনানি ও প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় দিন গুনছেন সরবজিৎ কৌর। তাঁর নিজের কণ্ঠে ধরা পড়া কান্না ও আর্তি আজ শুধু ন্যায়বিচারের দাবি নয়, দেশে ফিরে নিজের পরিবারের কাছে ফেরার এক নিখাদ মানবিক আবেদন হিসেবেই সামনে এসেছে।

Bharat: Sarabjeet Kaur’s heartbreaking plea for freedom from Pakistan surfaces. Her husband Karnail Singh reveals chilling details of blackmail, forced marriage at gunpoint, and abduction. Read the exclusive report on her struggle to return to India.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements