চল্লিশ বছর ভারতে গৃহবধূ সালমা এখনও পাক নাগরিক!

প্রায় ৪০ বছর আগে পাকিস্তান থেকে বিয়ে করে ভারতে আসা সালমা নামের এক নারী আজ পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব পাননি। সালমা সরকারের ওপর আস্থা রেখেছেন। তিনি…

চল্লিশ বছর ভারতে গৃহবধূ সালমা এখনও পাক নাগরিক!

প্রায় ৪০ বছর আগে পাকিস্তান থেকে বিয়ে করে ভারতে আসা সালমা নামের এক নারী আজ পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব পাননি। সালমা সরকারের ওপর আস্থা রেখেছেন। তিনি আশা করছেন একদিন তিনি অবশ্যই ভারতীয় নাগরিকত্ব পাবেন।

উল্লেখ্য, ২০১৫ সালে, শামলি জেলা প্রশাসন ভারতীয় নাগরিকত্বের জন্য সালমার ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় কিন্তু এখন পর্যন্ত সালমা নাগরিকত্ব পাননি। ১৯৮৫ সালে, সালমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন।

আরও পড়ুন: Seema Haider Love Story: সকালের ফ্লাইটে ভারত ছাড়বে সীমা, অপেক্ষায় থাকবে শচীন!

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝাং জেলার বাসিন্দা সালমা ১৯৮৩ সালে মুজাফফরনগর জেলার গাধিপুখতা শহরের মহল্লা জৈনপুরিতে আনিস আহমেদ নামে এক ব্যক্তির সাথে বিয়ে করেছিলেন। এখন এই শহরটি ২০১১ সালে গঠিত শামলী জেলার আওতায় আসতে শুরু করেছে।

চল্লিশ বছর ভারতে গৃহবধূ সালমা এখনও পাক নাগরিক!

Advertisements

ভারত-পাকিস্তান বিভক্তির আগে সালমার পিতামহের পরিবার পানিপতে থাকতেন। দেশভাগের পর পরিবারটি পাকিস্তানে চলে যায়। সালমার জন্ম সেখানেই। সালমার দিদা-দাদু থাকতেন গাধিপুখতার মহল্লা জৈনপুরীতে। আনিস আহমেদ ছিলেন সালমার মামার ছেলে। ১৯৮৩ সালে আনিস আহমেদের সাথে বিয়ের পর সালমা ভিসা নিয়ে ভারতে বসবাস শুরু করেন।

জানা গেছে ,১০ আগস্ট, ২০১৫-এ তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অর্থ ও রাজস্ব) ভারতজি পান্ডে সালমার স্ত্রী আনিস আহমেদকে আমন্ত্রণ জানিয়েছিলেন, একজন পাকিস্তানি নাগরিক, রাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ নিতে। এরপর এডিএম ভারতীয় নাগরিকত্ব আইন, ১৯৫৫ এর ধারা ৫(১) গ এর অধীনে ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য সালমাকে আনুগত্যের শপথ পাঠ করান। শপথের পর নাগরিকত্বের জন্য সালমার ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সালমার স্বামী আনিস আহমেদ বলেন, সালমা এখন পর্যন্ত নাগরিকত্ব পাননি এবং প্রতি বছরই তাকে ভিসা নবায়ন করতে হয়।