Loksabha election 2024:ফের একবার ক্যামেরার সামনে, অসুস্থতা কাটিয়ে হাসিমুখে ভোট দিলেন সদগুরু

sadguru

ফের একবার হাসিমুখে দেখা গেল সদগুরুকে। আধ্যাত্মিক গুরু সদগুরুর এইদিন ভোট দিলেন। শুধু তাই নয় ভোট দানের পর হাসিমুখে নিজের কালি দেওয়া আঙুলের ছবিও দেখালেন ক্যামেরার সামনে। প্রসঙ্গত, গত মাসেই দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয় সদগুরুকে। তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার হয়। কিন্তু মাঝের একমাস তাঁর বিশেষ কোনও খোঁজ না পাওয়া গেলেও এইদিন তাঁকে আবার চেনা ছন্দে দেখা গেল।

আজ থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফার নির্বাচনেই ভোট রয়েছে তামিলনাড়ুতে। কোয়েম্বাটোরের একটি কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তিনি। ভোট দেওয়ার পর বুথের বাইরে এসে তিনি ভোটের কালিও দেখান। একইসঙ্গে বাকি ভোটারদেরও অনুরোধ করেন ভোট দেওয়ার জন্য।

   

সদগুরু যোগী বাসুদেবের কিছুদিন আগেও হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময়ে ইশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছিল,সদগুরুর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। জীবন-মরণ সঙ্কট তৈরি হয়েছিল। কিন্তু এক মাস ধরে এই শারীরিক অসুস্থতার কথা কাউকে বুঝতে দেননি সদগুরু। সারা পৃথিবী জুড়ে তাঁর লাখ লাখ ভক্ত। তিনি তাঁদের সবসময় সঠিক পথে চালিত করার বার্তা দিয়ে থাকেন। সমাজমাধ্যমে তাঁর ভিডিও বিশেষভাবে সাড়া ফেলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন