HomeBharatSabarimala Temple: সোমবার ফের খুলছে শবরীমালা মন্দির

Sabarimala Temple: সোমবার ফের খুলছে শবরীমালা মন্দির

- Advertisement -

News Desk: আজ সোমবার থেকে দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে কেরলের শবরীমালা মন্দির Sabarimala Temple)। ভগবান আয়াপ্পাকে (Ayappa) দেখতে প্রতিদিনই এই মন্দিরে ভিড় লেগেই থাকে। তবে, শীতের মরসুমে সেই ভিড় আরও বাড়ে। প্রতিদিন লক্ষ লক্ষ দর্শনার্থী আসন এখানে। তাই ভক্ত- দর্শনার্থীদের কথা মাথায় রেখেই খোলা হচ্ছে শবরীমালা মন্দির। কেরলে এই মন্দির মান্দালয়-মাকারাভিলাক্কু নামে পরিচিত। 

শবরীমালা মন্দিরে ভগবান আয়াপ্পার পুজো হয়। পুরাণ অনুযায়ী, এই আয়াপ্পা হলেন শিব ও মোহিনীর পুত্র। মোহিনীকে মনে করা হয় ভগবান বিষ্ণুর নারীরূপ। করোনা পরিস্থিতির মধ্যেই (corona Pandemic) খোলার সিদ্ধান্ত হওয়ায় মন্দির কর্তৃপক্ষ বেশ কয়েকটি নিয়ম ও নিষেধাজ্ঞা জারি করেছে। তীর্থযাত্রীদের অবশ্যই কোভিড বিধি মেনে চলতে হবে।

   

Sabarimala temple

প্রত্যেক দর্শনার্থীকে কোভিড ১৯ (covid 19) নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। ওই রিপোর্ট ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে চলবে না। একই সঙ্গে দর্শনার্থীকে একটি অথবা দুটি টিকাকরণ সম্পূর্ণ করার শংসাপত্র দেখাতে হবে। তবেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে। পাশাপাশি দর্শনার্থীদের একটি একটি বৈধ পরিচয়পত্র যেমন পাসপোর্ট, আধার কার্ড বা ভোটার কার্ড দেখাতে হবে।

<

p style=”text-align: justify;”>করোনা পরিস্থিতির কারণে আপাতত দর্শনার্থীর সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সংক্রমণের সম্ভাবনা এড়াতে মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপাতত কয়েক মাস প্রতিদিন মন্দিরে ৩০,০০০ দর্শনার্থী‌কে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সোমবার মন্দির খুললেও কেরলের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ। নিম্নচাপের জেরে রাজ্যে প্রবল বৃষ্টি চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে লাল ও কমলা সতর্কতা।

- Advertisement -
Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular