Lok Sabha Election : লোকসভার টিকিট জয়শংকর, সীতারামনকে?

এবারে আর রাজ্যসভায় নয়, মোদী মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) এবং নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) লড়াই করবেন আসন্ন লোকসভা নির্বাচনে। তাঁদের লোকসভার…

Lok Sabha Election

এবারে আর রাজ্যসভায় নয়, মোদী মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) এবং নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) লড়াই করবেন আসন্ন লোকসভা নির্বাচনে। তাঁদের লোকসভার (Lok Sabha Election) টিকিট যে একরকম পাকা, সেকথা জানিয়ে দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। তবে কিছুদিন ধরে গুঞ্জন ছিল উভয়কেই কর্ণাটক থেকে টিকিট দেওয়া হবে। এবিষয়ে সোমবার কর্ণাটকের হুব্বালিতে জোশী বলেন, “তাঁদের লোকসভার প্রার্থীপদ নিশ্চিত হলেও কোথা থেকে তাঁরা দাঁড়াবেন তা এখনও চূড়ান্ত হয়নি। কর্ণাটক বা অন্য কোনও রাজ্যের কোনও লোকসভা কেন্দ্র থেকে লড়াই করতে পারেন এস জয়শংকর এবং নির্মলা সীতারামন।”

রাজনীতিবিদদের একাংশের মত, উভয়কে লোকসভা ভোটের টিকিট দেওয়ার এই সিদ্ধান্ত আসলে মোদীর (Narendra Modi) আত্মবিশ্বাসের প্রতিফলন। মোদী কথায় কথায় বিরোধীদের কটাক্ষ করে বলেন, লোকসভা নির্বাচনে হারের ভয়ে বিরোধী দলের অনেকে রাজ্যসভায় চলে যেতে চাইছেন। সেই পরিস্থিতিতে জয়শংকর ও সীতারামনকে রাজ্যসভার পরিবর্তে লোকসভা ভোটের টিকিট দেওয়ার সিদ্ধান্তকে মোদী তথা বিজেপির (BJP) আত্মবিশ্বাসই ফুটে উঠছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

এমনিতে রাজনীতির ময়দানে কান পাতলেই শোনা যায় মোদী সরকারের অন্যতম টপ ‘পারফর্মার’ হলেন জয়শংকর এবং সীতারামন। বিজেপি সূত্রের দাবি, মার্চের গোড়ায় বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে যে প্রথম প্রার্থীতালিকা নিয়ে আলোচনা হবে, তাতে জয়শংকর এবং সীতারামনের নাম থাকতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা (Lok Sabha) ভোটে লড়াই করেননি জয়শংকর এবং সীতারামন। তাঁরা যথাক্রমে গুজরাট এবং কর্ণাটক থেকে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন। তবে এবার যে তাঁদের ভোট পরীক্ষায় নামানো হচ্ছে, তাতে কার্যত সিলমোহর পড়ে গেল সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর কথায়।