রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের দ্রুত সম্প্রসারন ও সংস্কার প্রয়োজন। বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এদিন রাশিয়ার কাজানে ব্রিকসদেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই বিদেশমন্ত্রী বলেন,”নিরাপত্তা পরিষদের সংস্কার করে প্রত্যেকের সমান অংশীদারিত্ব দেওয়া উচিত। বর্তমানে বিশ্ব ব্যবস্থা পুরোনও কাঠামো অনুসরন করে চলছে।
তাতে বিশ্বের প্রতিটি অঞ্চলের প্রতিনিধিত্ব নেই। বর্তমানে করোনা মহামারী থেকে খাদ্য সংকট ও যুদ্ধের মতো একাধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে গ্লোবাল সাউথকে। কিন্তু আন্তর্জাতিক সর্বোচ্চ স্তরে তাঁদের সমান প্রতিনিধিত্ব কম থাকায় বিভিন্ন ক্ষেত্রেই বৈষম্যের শিকার হতে হচ্ছে দেশগুলিকে। ফলে নিরাপত্তা পরিষদের সংস্কারের মাধ্যমে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে তাতে এই উদীয়মান দেশগুলির উন্নতি হবে।”
পাশাপাশি জয়শঙ্কর রুশ-ইউক্রেন কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রসঙ্গে মোদীর সুর টেনেই বলেন, ভারত যুদ্ধের মাধ্যমে নয়,আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী।
গত সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক সম্মেলনেও নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ নিয়ে সরব হয়েছিল ভারত। সেই সময় ভারতকে সমর্থন জানিয়েছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ পশ্চিমী দেশগুলি। তবে চিনের ভেটোর জন্যই দীর্ঘদিন ধরে আটকে রয়েছে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের বিষয়টি। এবার আবারও ফের চিনের সামনেই নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে সরব হয়ে আখেরে বেজিংকে নয়াদিল্লি একরকম বার্তা দিল বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।