এবার ইউক্রেনীয় সেনার হামলা রাশিয়ায়, দিল্লির G 20 বৈঠক বাতিল পুতিনের

যুদ্ধের মোড় কি ঘুরল? এমনই প্রশ্ন বিশ্বজুড়ে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এবার রাশিয়ার দিকে ঢুকতে শুরু করেছে ইউক্রেনের সেনা। একতরফা রুশ সেনার অভিযান আগেই থমকে…

Putin meeting with Modi

যুদ্ধের মোড় কি ঘুরল? এমনই প্রশ্ন বিশ্বজুড়ে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এবার রাশিয়ার দিকে ঢুকতে শুরু করেছে ইউক্রেনের সেনা। একতরফা রুশ সেনার অভিযান আগেই থমকে ছিল। কয়েকটি এলাকায় তারা পিছু হটেছে। যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে উদ্বিঘ্ন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের খবর, নয়াদিল্লিতে G 20 বৈঠকে যোগ দিচ্ছেন না পুতিন। ভারতের সাথে সীমান্ত সমস্যার বিতর্কে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আসছেন না বৈঠকে। তবে চিনের প্রধানমন্ত্রী থাকবেন বৈঠকে।

বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, যুদ্ধের এখানকার পর্যায়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে থাকা রুশ সেনার উপর পাল্টা আক্রমণ চালিয়েছে ইউক্রেনীয় সেনা। পরিচালনা করছে ইউক্রেনীয় বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক উপকরণ দিয়ে ক্রিমিয়া সেতুর সংলগ্ন এলাকায় হামলা করা হচ্ছে। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, ক্রিমিয়া সেতুতে চালানো হামলা প্রতিহত করা হয়েছে। জানা যাচ্ছে, যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে উদ্বিগ্ন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি এমন সময় দেশ ছাড়তে চান না।

Advertisements

রয়টার্স জানাচ্ছে, জি ২০ বৈঠকে আলোচনার অন্যতম বিষয়, ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় খাদ্য নিরাপত্তা, ঋণ সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়। নয়াদিল্লিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলি মিলিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে দু’দিনের এই শীর্ষ সম্মেলনে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সৌদি আরবের শাসক মহম্মদ বিন সলমন এবং জাপানের প্রধান ফুমিও কিশিদা। থাকবেন G20 নেতারা।