ইউক্রেন-যুদ্ধে ভারতীয়দের টানছে রাশিয়া! সতর্কবার্তা দিল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: এ যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি। যখন তৃতীয় বিশ্ব বা নিজেদের উপনিবেশের দেশগুলি থেকে মানুষদের যুদ্ধের জন্য নিয়ে যেত অক্ষশক্তি এবং মিত্রশক্তি। সম্প্রতি ভারতের সঙ্গে এমনটাই করা হচ্ছে বলে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের কাছে তথ্য আছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ভারতীয়দের নিয়ে যাওয়া হচ্ছে।”

Advertisements

রাশিয়ার প্রলোভনে পা দেওয়া থেকে বিরত থাকতে বলেন জয়সওয়াল। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে ভারতের আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। বিদেশ মন্ত্রক মুখপাত্র বলেন, “আমরা বিষয়টি নিয়ে দিল্লি এবং মস্কোতে স্থিত আধিকারিকদের সঙ্গে আলোচনা করছি। যেসব ভারতীয়কে ইতিমধ্যেই রাশিয়ায় যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের মুক্তির দাবি জানিয়েছি। তাঁদের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি”।

   

ভারত সরকার সবসময় এই বিষয়ে দেশের যুব সমাজকে সচেতন করে আসছে বলে উল্লেখ করেন জয়সওয়াল। তিনি বলেন, “দেশের যুবসমাজকে বলব, এরকম প্রলোভনে পা দেবেন না। কারণ এটি বিপদের সঙ্গে খেলা।” উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ভারত থেকে প্রায় ১২৭ জন রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বলে সংসদে তথ্য তুলে ধরেছিল বিদেশ মন্ত্রক। দিল্লি এবং মস্কোর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তাঁদের মধ্যে ৯৮ জনকে যুদ্ধে যাওয়া থেকে আটকানো হয়।

সেইসময় ১৩ জন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন যাদের মধ্যে ১২ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। নিখোঁজ ভারতীয়দের সন্ধানে মস্কোর সঙ্গে বার্তালাপ চলছে বলে আগেই জানিয়েছিলেন জয়সওয়াল। অন্যদিকে, গত বছর রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০২৪ এর জুলাই মাসে পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হওয়ার পর থেকে ভারতীয়দের তাঁরা আর রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ করছে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements