AP : অন্ধ্রপ্রদেশের স্টেশনেই গণধর্ষিতা অন্তঃসত্ত্বা শ্রমিক

শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের (AP) কৃষ্ণা জেলার গুন্টুরের রেপালে স্টেশনে পৌঁছন পরিযায়ী শ্রমিক দম্পতি। ক্লান্তিতে রাতে স্টেশনেই ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। মাঝরাতে কয়েকজন এসে ওই ব্যক্তির কাছে…

Rajasthan: Husband spreads video of wife being gang-raped by relatives

শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের (AP) কৃষ্ণা জেলার গুন্টুরের রেপালে স্টেশনে পৌঁছন পরিযায়ী শ্রমিক দম্পতি। ক্লান্তিতে রাতে স্টেশনেই ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। মাঝরাতে কয়েকজন এসে ওই ব্যক্তির কাছে জানতে চান, কটা বাজে। হাতে ঘড়ি না থাকায় সময় বলতে পারেননি ওই ব্যক্তি। ঠিক তখনই ঘটে বিপদ। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা ঝাঁপিয়ে পড়ে তাঁদের উপর। এরপর অন্তঃসত্ত্বা মহিলাকে টেনে নিয়ে যাওয়া হয় রেললাইনের ধারে। পরপর চলে গণধর্ষণ। এই কাজে এক শিশুকেও তারা শামিল করে বলে অভিযোগ।

স্ত্রীকে বাঁচাতে গেলে বেদম প্রহারের মুখে পড়েন স্বামী। তাঁকে মারধর করে পকেট থেকে ৭৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্টেশন চত্বরে গন্ডগোলের খবর পেয়ে পুলিশ সেখান পৌঁছতেই পালায় দুষ্কৃতিরা।

   

তবে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি পরিযায়ী শ্রমিক। তাঁরা জীবিকার তাগিদে অন্ধ্রপ্রদেশে এসেছিলেন। ট্রেন ধরতে তাঁরা স্টেশনে এসেছিলেন। সেখামেই অন্তঃসত্ত্বা ওই মহিলা ধর্ষণের শিকার হন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে।

স্নিফার ডগ নামিয়ে তল্লাশি চালায় পুলিশ। দুষ্কৃতিরা জামাকাপড় বদলে গা ঢাকা দিলেও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

জেলা পুলিশ সুপার বকুল জিন্দালের জানিয়েছেন, তাঁরা জানতে পারেন যে দুষ্কৃতিরা সকলেই স্থানীয়। সঙ্গে সঙ্গেই শুরু হয় তল্লাশি অভিযান। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা অন্ধ্রে। মহিলা কমিশনের চেয়ারপার্সন ভি পদ্মা এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।