Karni Sena: সিধু মুসেওয়ালা ও করনি সেনা প্রধানকে খতমের দায় নিল রোহিত, কে সে?

প্রতিবার খুনের ঘটনার পর সদম্ভ দায় স্বীকার। এটাই গ্যাংস্টার রোহিত গোদারার স্টাইল। একই স্টাইলে করনি সেনা (Karni Sena) প্রধানকে খুনের পর এবারও দায় নিল রোহিত।…

Karni Sena chief

প্রতিবার খুনের ঘটনার পর সদম্ভ দায় স্বীকার। এটাই গ্যাংস্টার রোহিত গোদারার স্টাইল। একই স্টাইলে করনি সেনা (Karni Sena) প্রধানকে খুনের পর এবারও দায় নিল রোহিত। এনআইএ তাকে খুঁজছে দীর্ঘ সময় ধরে। অথচ মেলেনা তার নাগাল। কোথায় রোহিত গোদারা? এনআইএ মনে করছে সে আছে কানাডায়।

জয়পুরে ঘরে ঢুকে করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডিকে গুলি করে খুন করার পর রাজস্থান গরম। সোমবার এ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। কংগ্রেসকে হারিয়েছে বিজেপি। আর মঙ্গলবার রাজধানী শহরের মধ্যে হলো চাঞ্চল্যকর খুন।

   

করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডিকে খুনের জেরে রাজপুত সংগঠনগুলি শুরু করেছে বিক্ষোভ। জয়পুর প্রবল উত্তপ্ত। উগ্র রাজপুত জাত্যাভিমানি ও হিন্দুত্ববাদী সংগঠন করনি সেনা প্রধানের সাথে বিজেপির শীর্ষস্তরে যোগাযোগ ছিল। অভিযোগ, করনি সেনার প্রধানকে বারবার খুনের হুমকি দিয়েছিল রোহিত গোদারা।

করনি সেনা প্রধানকে খুনের পরেই ফেসবুক লাইভে দায় নিল গ্যাংস্টার রোহিত গোদারা। বিকানেরের বাসিন্দা ছিল রোহিত গোদারা। তার নামে একাধিক অপরাধমূলক রেকর্ড রয়েছে। 2010 সাল থেকে তার বিরুদ্ধে 32 টিরও বেশি গুরুতর মামলা দায়ের করা হয়েছে। খুনের ভয় দেখিয়ে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে 5 কোটি থেকে 17 কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করেছে রোহিত গোদারা।

রোহিত গোদারা গত বছর সিকারে গ্যাংস্টার রাজু থেথকে হত্যার পরিকল্পনার জন্যও অভিযুক্ত। সেবারও ফেসবুকে ঘোষণা করেছিল গোদারা। তার ফেসবুক পোস্টে গোদারা ঘোষণা করেছিল গ্যাংস্টার আনন্দপাল সিং এবং বলভীর বানুদার খুনের বদলা হিসাবে প্রতিশোধ নেওয়া হয়েছে। পাঞ্জাবে সিধু মুসেওয়ালা হত্যা মামলায় গোদারার নাম উঠে এসেছে।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার গ্যাংয়ের হয়ে কাজ করা রোহিত গোদারা জাল পাসপোর্ট ব্যবহার করে দিল্লি থেকে 2022 সালের জুন মাসে দুবাইতে পালিয়ে যায়। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি আছে।