মুখ্যমন্ত্রীকে কুরুচি মন্তব্য করায় গ্রেফতার “বিশ্বকবি”

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করল পুলিশ৷ গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রোদ্দুর রায় সোশ্যাল মিডিয়ায় নিজেকে “বিশ্বকবি” বলে প্রচার…

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করল পুলিশ৷ গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রোদ্দুর রায় সোশ্যাল মিডিয়ায় নিজেকে “বিশ্বকবি” বলে প্রচার করেন৷

রোদ্দুর রায়ের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করেছেন তিনি। অশ্লীলভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। তারপর পদক্ষেপ করল পুলিশ। গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ট্রানজিট রিমান্ডে রোদ্দুর রায়কে গোয়ায় থেকে নিয়ে আসা হবে কলকাতায়।

গায়ক রূপঙ্কর এবং অকালপ্রয়াত কেকে-কে নিয়ে রোদ্দূর রায় সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন। সেখানে তিনি রূপঙ্করের পাশাপাশিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে ধরেন। সেখানেই কুরুচিকর মন্তব্য করেন তিনি।

পাশাপশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসন সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করতে দেখা যায় তাঁকে। ওই ফেসবুক লাইভের বক্তব্য নিয়েই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয় গত শনিবার। এরপর গোয়া থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

রোদ্দুর রায় নিজেকে আধুনিক সাহিত্যিক বলে দাবি করেন। তিনি অশ্নীল শব্দকে সরাসরি গান কবিতায় এনে প্রচার করেন।