ফলাফলের আগে RJD নেতার হুঁশিয়ারি: নেপাল-বাংলাদেশের মত পরিস্থিতি দেখবে বিহার

পাটনা: রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) ভোটগণনা, ফলাফল। স্বাভাবিকভাবেই প্রতিবেশী রাজ্যের রাজনীতির পারদ তুঙ্গে। এই আবহে তীব্র হুঁশিয়ারি দিলেন আরজেডি (RJD) নেতা সুনীল সিং। নির্বাচন কমিশনের (EC) আধিকারিদের উদ্দেশ্যে তাঁর করা বার্তা, “ফলাফলে কোনওরকমের কারচুপি হলে নেপাল-বাংলাদেশের মত প্রতিবাদ দেখবে বিহার”!

Advertisements

এরপর গতবারের বিধানসভা নির্বাচনের কথা তুলে ধরে আরজেডি নেতা দাবী করেন, “২০২০-র বিধানসভা ভোটে অনেক নেতাকে জোড় করে হারানো হয়েছিল। মানুষের রায়ের ঊর্ধ্বে গিয়ে নিজেদের মর্জি চালালে কি হয়, তা আমরা শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে দেখেছি। বিহারের রাস্তাতেও তেমনটাই হবে”। আরজেডি ১৪০ থেকে ১৬০টি আসন জিতবে এবং তেজস্বী যাদবের নেতৃত্বে পরবর্তী সরকার গঠিত হবে বলে আশাবাদী সুনীল সিং।

   

আরজেডি নেতার বিরুদ্ধে FIR

Advertisements

ফলাফলের ঠিক আগের দিন এই ‘বিস্ফোরক’ মন্তব্যের জন্য আরজেডি (RJD) নেতার বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। অভিযোগ, “উস্কানিমূলক” বয়ান দিয়েছেন তিনি। প্রসঙ্গত, আগামীকাল বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) ফলাফল। ২৪৩ টি আসনে গত ৬ এবং ১১ নভেম্বর দুই দফায় ভোটগ্রহণ হয়।

অধিকাংশ এক্সিট পোল এনডিএ-র জয়লাভের ইঙ্গিত দিচ্ছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোল বলছে ১২১ থেকে ১৪০ টি আসনে জিততে পারে এনডিএ। অন্যদিকে, কংগ্রেস, আরজেডি মিলিয়ে মহাগাঁঠবন্ধনের ঝুলিতে আসতে পারে ৯৮-১২২ টি আসন। বিহার বিধানসভা নির্বাচনে জাদু সংখ্যা ১২২।