কলকাতা: আমাদের দেশে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পত্তি কত? কে সবচেয়ে ধনী? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বা কত টাকার মালিক? মিলল সে সব উত্তর৷ সোমবার মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকা প্রকাশ করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর৷ তাতে দেখা গেল, দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। মুখ্যমন্ত্রীদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি টাকা। মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা। (richest and poorest cm of india)
ধনী মুখ্যমন্ত্রী কে? richest and poorest cm of india
এডিআর-এর দেওয়া তথ্য মোতাবেক দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসাবে উঠে এসে বাংলার মুখ্যমন্ত্রীর নাম৷ আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকারও বেশি। ঋণ রয়েছে ১০ কোটি টাকা৷
দ্বিতীয়-তৃতীয় কারা? richest and poorest cm of india
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। মোট সম্পত্তি ৩৩২ কোটি টাকা। তাঁর মাথায় রয়েছে ১৮০ কোটি টাকার ঋণ।এর পর অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকা। ঋণের পরিমাণ ২৩ কোটি টাকা৷
মমতার কত সম্পত্তি? richest and poorest cm of india
এডিআর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। মমতা ছাড়া কোটির গণ্ডির বাইরে রয়েছে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷
দেশের প্রথম দশে আর কারা?
প্রথম দশ ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় রয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেয়িফু রিও৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি টাকা৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সম্পত্তি ৪২ কোটি টাকা৷ পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ৩৮ কোটির মালিক৷ তেলঙ্গনার রেভন্থ রেড্ডির সম্পত্তি ৩০ কোটি টাকা৷ এর পরেই রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন৷ তিনি ২৫ কোটি টাকার সম্পত্তির মালিক৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা এবং মেঘালয়ে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার রয়েছে ১৪ কোটি টাকার সম্পত্তি।
দরিদ্র মুখ্যমন্ত্রী কারা
এবার আসা যাক দরীদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায়৷ এই তালিকায় রয়েছেন- দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা (১ কোটি ৪১ লক্ষ টাকা), রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা (১ কোটি ৪৬ লক্ষ টাকা), মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং (১ কোটি ৪৭ লক্ষ টাকা), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (১ কোটি ৫৪ লক্ষ টকা), বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (১ কোটি ৬৪ লক্ষ), পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (১ কোটি ৯৭ লক্ষ টাকা), মোহনচরণ মাঝি (১ কোটি ৯৭ লক্ষ)। ত্রিপুরার বাঙালি মুখ্যমন্ত্রী মানিক সাহার মোট সম্পত্তির পরিমাণ ১৩ কোটি টাকা।
Bharat: ADR’s latest report reveals the wealth of India‘s Chief Ministers. Mamata Banerjee is the poorest, while Chandrababu Naidu tops the list with assets worth over ₹931 crore. Pema Khandu and Siddaramaiah follow in the rankings.