Reservation System: ‘এসসি-এসটি-ওবিসি সংরক্ষণ তুলে দেবে বিজেপি’

রাত পোহালেই দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। তার আগে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। তিনি বলেন, সেই দিন…

Reservation System

রাত পোহালেই দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। তার আগে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। তিনি বলেন, সেই দিন হয়ত বেশি দূরে নেই, যেদিন দেশ থেকে এসসি-এসটি-ওবিসি সংরক্ষণ (Reservation System) তুলে দেওয়া হবে। মুসলিমদের জন্য সংরক্ষণ নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে টানাপোড়েন চলছে। সেই পরিস্থিতিতে কংগ্রেস নেতার এহেন মন্তব্যে স্বভাবতই শোরগোল পড়ে গিয়েছে।

রেবন্ত রেড্ডি দাবি করেছেন, ২০২৫ সালের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষের মধ্যেই সংরক্ষণ বাতিল করবে বিজেপি। বৃহস্পতিবার একটি জনসভায় তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে আরএসএস ১০০ বছর পূর্ণ করবে। আর সেই ২০২৫ সালের মধ্যে এসসি, এসটি, ওবিসি সংরক্ষণ বাতিল করার চেষ্টা করা হচ্ছে। এর আগে বহুবার আরএসএস এবং বিজেপি নেতারা সংরক্ষণ নিয়ে নানা ধরনের তির্যক মন্তব্য করেছেন।

রেড্ডির কথায়, এর আগে বিজেপি মণ্ডল কমিশনের রিপোর্টের বাস্তবায়নে বাধা দিয়েছিল। ওই রিপোর্টে অনগ্রসর শ্রেণির (বিসি) সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল। বিজেপির ‘অব কি বার, ৪০০ পার’ স্লোগানের উদ্দেশ্যও স্পষ্ট করে দেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি ৪০০টি আসন জেতার কথা বলছে। তার একটাই কারণ তা হল, ওই সংখ্যক আসন জিতে সংসদে বসে গোটা দেশ থেকে এসসি, এসটি এবং বিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ বাতিল করা।

সংরক্ষণ বাতিল ইস্যুতে বিজেপির সহযোগী দলগুলিকেও নিশানা করেন রেড্ডি। তিনি বলেন, কিছু লোক বিজেপিকে সমর্থন করছে, যারা সংরক্ষণ বাতিল করার চেষ্টা করছে। এই লোকসভা নির্বাচন হল এসসি, এসটি, বিসি সংরক্ষণের উপর গণভোট।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় গোটা দেশের ১০২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।