‘মিত্র’ রাশিয়ার আপত্তি উড়িয়ে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ভারত

‘বন্ধু’ রাশিয়ার আপত্তি উড়িয়ে ইউক্রেনকে (Ukraine war) অস্ত্র বিক্রি করছে ভারত! সেই নিয়ে ক্রেমলিন প্রবল বিরোধিতা করলেও তাতে নাকি কান দেয়নি নয়াদিল্লি। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট…

‘বন্ধু’ রাশিয়ার আপত্তি উড়িয়ে ইউক্রেনকে (Ukraine war) অস্ত্র বিক্রি করছে ভারত! সেই নিয়ে ক্রেমলিন প্রবল বিরোধিতা করলেও তাতে নাকি কান দেয়নি নয়াদিল্লি। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স। তবে এই রিপোর্ট একেবারে ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। সামরিক অস্ত্র বিক্রির ক্ষেত্রে ভারত কোনও নিয়ম লঙ্ঘন করেনি বলে দাবি বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়ালের।

ঘুরপথে ইউক্রেনে গোলাবারুদ-সহ নানা অস্ত্র সরবরাহ করছে ভারতের সামরিক পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলো। কীভাবে চলছে এই কাজ? রয়টার্সের দাবি, বেশ কয়েকটি ইউরোপীয় দেশকে সামরিক পণ্য পাঠাচ্ছে ভারতীয় সংস্থাগুলো। সেই দেশগুলো থেকে পণ্য চলে যাচ্ছে ইউক্রেনে। বিগত একবছর ধরে ভারতের বিভিন্ন অস্ত্র নির্মাণকারী সংস্থা ইউরোপের একাধিক দেশকে অস্ত্র বিক্রি করেছে ভারত। আর সেই দেশগুলিই ভারতীয় অস্ত্রগুলিই পাঠাচ্ছে ইউক্রেনে। তবে ইউক্রেন বিদেশ থেকে যত অস্ত্র আমদানি করেছে তার ১ শতাংশ অস্ত্র ভারতের থেকে আমদানি করেছে বলে দাবি ওই রিপোর্টের। এইভাবে রুশ- ইউক্রেন যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করা হয়।

   

যদিও গোটা বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। গত বছর রুশ বিদেশমন্ত্রী সার্গেই ল্যাপরভ-জয়শঙ্করের মধ্যে আলোচনায় বিষয়টি ভারতের কাছে উত্থাপন করেছিল রাশিয়া। এবার সামনের মাসে অক্টোবরে রাশিয়া যাচ্ছেন নরেন্দ্র মোদী। সেখানে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আর তাঁর আগে এই রিপোর্ট কিছুটা হলেও নয়াদিল্লির ‘অস্বস্তি’ বাড়াবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।