Ukraine War: ইস রাত কি সুবহ কব আয়েগি..ইউক্রেন থেকে বার্তা গড়িমসির জন্য মোদী সরকার দায়ী

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি: “ইস রাত কি সুবহ কব আয়েগি…”! রাজধানী দিল্লিতে যারা জীবন নিয়ে ফিরছেন যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন (Ukraine War) থেকে তাদের বেশিরভাগই এমন ধারণা…

Ukraine War

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি: “ইস রাত কি সুবহ কব আয়েগি…”! রাজধানী দিল্লিতে যারা জীবন নিয়ে ফিরছেন যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন (Ukraine War) থেকে তাদের বেশিরভাগই এমন ধারণা করছেন। অথচ প্রকৃতির নিয়মে ইউক্রেনে দিন এসেছে। সকাল শুরু হয়েছে রুশ হামলার ভয়াবহ গোলাবর্ষণে। সাময়িক যুদ্ধ বিরতি নাম কা ওয়াস্তে জারি করেছিল রাশিয়া। কিছুক্ষণের জন্য সব চুপচাপ হয়, ফের ভয়াবহ হামলা চলতে শুরু করেছে।

ভয়াল ইউক্রেনীয় রাত কাটিয়ে ভারতীয় পড়ুয়ারা ফিরছেন দিল্লিতে। চলছে সরকারের ‘অপারেশন গঙ্গা’ উদ্ধার কাজ। বিতর্ক এখানেও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অ-বিজেপি শাসিত রাজ্যগুলি ও বিরোধী নেতা নেতৃত্বের পরপর কটাক্ষ বাণে জর্জরিত প্রধানমন্ত্রী মোদী। অভিযোগ, ইউক্রেনের পরিস্থিতি বুঝতে দেরি করেছে সরকার। তাই এমন পরিণতি।

   

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারের ঘোষণা, ইউক্রেন থেকে কেরলে আনতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। রাজধানীর অন্দরমহলে গুঞ্জন সিপিআইএমের বিজয়ন সরকার যা পারে তা কেন তৃণমুল কংগ্রেসের মমতা সরকার পারে না।

এদিকে অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেনের বিভিন্ন জায়গায় আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের কাজ চালাচ্ছে বিদেশমন্ত্রক। ইউক্রেনে এখনও বহু পড়ুয়া আটকে। ভারতীয় দূতাবাস থেকে সেই সমস্ত আটকে থাকা পড়ুয়াদের কোনওরকম ঝুঁকি নিয়ে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের কাছে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার আবেদন জানিয়েছে ভারত সরকার।

বিতর্ক অন্যখানেও। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতে দূতাবাসের ভূমিকা নিয়ে সরব ভারতীয়রা। ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে। লাগাতার দূতাবাস এবং ভারত সরকারের কাছে আবেদন জানিয়েও কোনও সহায়তা পাননি বলে দেশে ফিরতে চাওয়া ভারতীয়রা অভিযোগ করছেন। তাঁদের বক্তব্য, কোনওরকম অপ্রতীকর ঘটনা ঘটলে তারজন্য দায়ী থাকবে।

বিদেশমন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের পরিস্থিতি খুবই খারাপ। বোমা পড়ছে। কোনও রকম বিপদ এড়াতে তাদের ঘরের ভিতর থাকতে বলা হয়েছে।