Uttarkashi: পিছনে থাকল কালো ভয়াবহ ধস, পুনর্জন্ম পেলেন শ্রমিকরা

এক দুই তিন…বের হওয়ার পর্ব চলছে। তৈরি করা ইঁদুরে গর্ত যাকে খনন প্রযুক্তির ভাষায় ব়্যাট হোল বলা হয়, সেখান দিয়ে বাইরে আসছেন উত্তরকাশীর (uttarkashi) সিল্কিয়ারা…

uttarkashi

short-samachar

এক দুই তিন…বের হওয়ার পর্ব চলছে। তৈরি করা ইঁদুরে গর্ত যাকে খনন প্রযুক্তির ভাষায় ব়্যাট হোল বলা হয়, সেখান দিয়ে বাইরে আসছেন উত্তরকাশীর (uttarkashi) সিল্কিয়ারা টানেলের ধসে আটকে থাকা শ্রমিকরা। উত্তরাখণ্ডের প্রকৃতিকে অবজ্ঞা করে বিশাল টানেল তৈরি করা বিপদ এমন সতর্কতা ছিল। সেই আশঙ্কা সত্যি হয় ষোল দিন আগে। ধস নেমেছিল সিল্কিয়ারা টানেলে। সেই ধসে আটকে পড়া ৪১ জন শ্রমিক টানা ষোল দিন ছিলেন জীবন মৃত্যুর মাঝামাঝি। টানেল দুর্ঘটনার ১৭তম দিনে তাদের বের করা হলো।

   

উত্তরাখণ্ড রাজ্য সরকার জানাচ্ছে, ধসের তলা থেকে উদ্ধার করা শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বায়ু সেনার কপ্টারে শ্রমিকদের পাঠানো হবে হৃষিকেশে। সেখানে হবে পরীক্ষা।

তবে সিল্কিয়ারা টানেলের ভিতর আটকে থাকা সব শ্রমিকদের উদ্ধারে সারা রাত লাগতে পারে এমনই জানান NDMA সদস্য লে: জেনারেল (অব:) আতা হাসনা়ইন। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, আমার নিজস্ব ধারণা উদ্ধারকাজে সারা রাত লাগতে পারে।

ধসের তলা থেকে কয়েকজনকে ধসের বাইরে আনা হয়। তাদের সাথে কথা বলেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মঙ্গলবার উত্তরকাশী সিল্কিয়ারা টানেলের গভীর থেকে বিশেষ পাইপে একে তুলে আনা হয় শ্রমিকদের। তাদের জীবনের ভয়াবহ স্মৃতি হয়ে থেকে গেল এই ষোলটি দিন আর সিল্কিয়ারা টানেল। যে টানেল না করতে প্রকৃতি ও ভূতত্ববিদরা বারবার সরকারের কাছে বার্তা দিয়েছিলেন। সেটি কাজ চলাকালীন ভেঙে পড়েছিল।