Republic Day 2023 updates: দিল্লির কর্তব্য পথে ভারতের শক্তি দেখবে বিশ্ব

Republic Day 2023 updates: সাধারণতন্ত্র দিবস উদযাপনের মধ্যেই আজ কর্তব্যের পথ থেকে দেখা যাবে নতুন ভারতের আভাস। আজ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মাধ্যমে গোটা বিশ্ব জানবে ভারতের শক্তি।

Republic Day 2023

Republic Day 2023 updates: সাধারণতন্ত্র দিবস উদযাপনের মধ্যেই আজ কর্তব্য পথ থেকে দেখা যাবে নতুন ভারতের আভাস। আজ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মাধ্যমে গোটা বিশ্ব জানবে ভারতের শক্তি।

এদিকে, সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০.৫ মিনিটে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হবে।

   

এরপর সকাল ১০.২২ মিনিটে স্যালুটিং ডায়াসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী। ১০.২৭ এ, রাষ্ট্রপতি এবং প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন, যেখানে প্রধানমন্ত্রী মোদী তাদের স্বাগত জানাবেন। সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজ শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তব্য পথ থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশকে নেতৃত্ব দেবেন এবং পতাকা উত্তোলন করবেন। সকাল ১০.৩০ মিনিটে ডিউটি ​​পথে কুচকাওয়াজ শুরু হবে, যেখানে দেশের সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক ঝলক দেখা যাবে। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রাজধানীর প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা

  • পরবর্তী আপডটের জন্য সঙ্গে থাকুন….!