ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী। সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের পার্কিং এলাকায় একের পর এক তিনটি গাড়িতে বিস্ফোরণের (Red Fort Blast) ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে। ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত বহু। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দিল্লি দমকল সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যায় একাধিক দমকল ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে। আহতদের দ্রুত লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ, এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) এবং এনএসজির (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) আধিকারিকরা। ফরেন্সিক দলও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে।
দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, বিস্ফোরণের তীব্রতায় বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করা হয়েছে।” বিস্ফোরণের পর পুরো দিল্লি শহরে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। শুধু রাজধানী নয়, মুম্বই, লখনউ ও অযোধ্যাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষত রামমন্দির চত্বরে কড়া নজরদারি চলছে।
এই ঘটনার প্রভাব পড়েছে কলকাতাতেও। লালকেল্লা বিস্ফোরণের পর লালবাজার থেকে শহরের সব থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, আগামী ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ইতিমধ্যেই ভারতীয় দল কলকাতায় পৌঁছেছে, দক্ষিণ আফ্রিকার দলও আজ রাতেই এসে পৌঁছেছে শহরে।
সূত্রের খবর, ম্যাচ চলাকালীন ইডেন এবং সংলগ্ন এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। বাড়ানো হচ্ছে সিসিটিভি নজরদারি, বোম স্কোয়াড ও ডগ স্কোয়াডের উপস্থিতি। দর্শক প্রবেশপথে কড়া তল্লাশি চালানো হবে।
এদিকে, ভারতের কোচ গৌতম গম্ভীর মঙ্গলবার কালীঘাট মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই সফর আপাতত স্থগিত রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। দিল্লির ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই বিস্ফোরণের কারণ ও পেছনের ষড়যন্ত্র উন্মোচনে বিশেষ তদন্ত দল গঠন করেছে। নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।


