Priyanka Gandhi: কেন ভোটে লড়ছেন না? বিরাট কারণ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী

দাদা রাহুল গান্ধী লড়লেও, এবারের লোকসভা ভোটে প্রার্থী হননি প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কিন্তু কী কারণে প্রার্থী হননি প্রিয়াঙ্কা? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই…

reasons-behind-congress-leader-priyanka-gandhis-decision-not-to-contest-lok-sabha-elections

দাদা রাহুল গান্ধী লড়লেও, এবারের লোকসভা ভোটে প্রার্থী হননি প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কিন্তু কী কারণে প্রার্থী হননি প্রিয়াঙ্কা? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই বিষয়টি খোলসা করলেন তিনি। তাঁর (Priyanka Gandhi) কথায়, দলের হয়ে প্রচার চালানোর জন্যই প্রার্থী হইনি। আমি এবং রাহুল দুজনেই প্রার্থী হলে সেটা বিজেপির জন্য সুবিধাজনক হয়ে যেত।

প্রিয়াঙ্কা বলেন, গত ১৫ দিন ধরে রায়বেরিলিতে প্রচার চালাচ্ছি। গান্ধী পরিবারের সঙ্গে রায়বেরিলির সম্পর্ক অনেক দিনের। আর তাই এখানকার জনগণ আশা করে, আমরা এখানে আসব। তাঁদের সঙ্গে দেখা করব। ভালো-মন্দ খবর নেব। আমরা এখানে রিমোট কন্ট্রোলের সাহায্যে জিততে পারি না।

   

এবারে কেরলের ওয়েনাড ছাড়াও গান্ধী পরিবারের ঘাঁটি উত্তর প্রদেশের রায়বেরিলি থেকে ভোটে লড়ছেন রাহুল। এর আগে এই আসনে প্রার্থী হতেন তাঁর মা, সনিয়া গান্ধী। চলতি বছরের শুরুতে সনিয়া রাজ্যসভায় চলে যান। মায়ের ছেড়ে আসা আসনেই লড়ছেন রাহুল।

PoK: ‘৪০০ সিট দিন, পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনবেন মোদী’, বড় ঘোষণা হিমন্তের

প্রিয়াঙ্কা বলেন, দুই ভাই-বোন ভোটে লড়লে, তাঁদের দু’জনকেই নিজেদের কেন্দ্রে অন্তত ১৫ দিন থাকতে হত। তাই আমরা ঠিক করি, একজন গোটা দেশে প্রচার চালাবে। সেটা দলের জন্য খুব ইতিবাচক হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদকের কথায়, দলীয় স্তরে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

ভবিষ্যতে ভোটে লড়বেন কি না জানতে চাওয়া হলে, সেই প্রসঙ্গ কৌশলে এড়িয়ে যান প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমি কখনই সংসদীয় রাজনীতি করা কিংবা ভোটে লড়ার কথা ভাবিনি। দল আমাকে যা দায়িত্ব দেবে, সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করব। যদি মানুষ চায় তাহলে আমি অবশ্যই ভোটে লড়ব।

Mamata Banerjee: এবার ‘ঘরের মাঠে’র খেলায় বড় তোড়জোড় মমতার, বিশেষ পরিকল্পনা অভিষেকের জন্য

বিজেপি অবশ্য দাবি করেছে, ভোটে হেরে যাওয়ার ভয়েই লড়ছেন না প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রসঙ্গে কংগ্রেস নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপির স্ট্রাটেজি অনুযায়ী দল চলে না। তাঁর কথায়, যদি আমরা দুই ভাই-বোনই ভোটে লড়তাম, তাহলে সেটা বিজেপির জন্য সুবিধাজনক হত। সেক্ষেত্রে দু’জনের কেউই দেশজুড়ে সেভাবে প্রচার চালাতে পারতাম না।

Local Train Cancelled: হাওড়া শাখায় শনি-রবি বাতিল একাধিক লোকাল ট্রেন, ফের ভোগান্তির আশঙ্কা

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।