HomeBharat'বাস্তবের র‍্যাঞ্চো'! প্ল্যাটফর্মে সন্তান প্রসব করালেন যুবক

‘বাস্তবের র‍্যাঞ্চো’! প্ল্যাটফর্মে সন্তান প্রসব করালেন যুবক

- Advertisement -

মুম্বই: এ যেন ঠিক রাজকুমার হিরানি পরিচালিত এবং আমির খান অভিনীত জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়েটস’ (3 Idiots)-এর বাস্তব রূপ! মুম্বইয়ের রেল স্টেশনে সন্তান প্রসব (Child Birth) করালেন এক যুবক। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল বিকাশ নামক ‘বাস্তবের র‍্যাঞ্চো’।

ইন্সটাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী মনজিৎ ধিলন। জানা গিয়েছে, মঙ্গলবার অন্তঃসত্ত্বা এক মহিলাকে তাঁর পরিবার নিকটবর্তী হাসপাতালে ভর্তি করতে গিয়েছিল। কিন্তু হাসপাতাল ওই মহিলাকে ভর্তি না নেওয়ায় ট্রেন ধরে তাঁরা বাড়ি ফিরে যাচ্ছিলেন।

   

কিন্ত রাত ১ টা নাগাদ ট্রেনে করে ফেরার পথে রাম মন্দির স্টেশনে ওই মহিলার হঠাৎ প্রসববেদনা শুরু হয়। বিকাশ মহিলার যন্ত্রণা বুঝতে পেরে চেন টেনে ট্রেন থামান। এরপর মহিলার পরিবার এবং অন্য যাত্রীদের সাহায্যে তাঁকে প্ল্যাটফর্মে নামানো হয়। ভিডিও কলে একাধিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন বিকাশ। অবশেষে এক মহিলা চিকিৎসক ফোন ধরেন।

তাঁর কথামত ধীরে ধীরে প্ল্যাটফর্মেই শিশুটিকে পৃথিবীর আলো দেখান বিকাশ। তিনি বলেন, “এখনও ঘটনার বিবরণ দিতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওই মহিলার সন্তানের অর্ধেক শরীর বাইরে বেরিয়ে এসেছিল। সঙ্গীতশিল্পী মনজিৎ ধিলন সমাজমাধ্যমে লেখেন, “ওই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল, যুবককে যেন খোদ ঈশ্বর পাঠিয়েছেন। আমরা একাধিক ডাক্তারকে ভিডিও কল করার চেষ্টা করি। অবশেষে এক মহিলা চিকিৎসকের সাহায্যে মহিলার প্রসব করানো হয়”।

একটি ভিডিও ক্লিপে বিকাশকে বলতে শোনা যায়, “প্রথমবার এই কাজ করলাম। ভীষণ ভয় করছিল। কিন্তু মহিলা চিকিৎসকের সাহায্যে তা সম্ভব হয়”। মঙ্গলবার মাঝরাতে দুটি প্রাণ বাঁচিয়ে বাস্তবের ‘নায়ক’ হয়ে উঠেছেন বিকাশ। তাঁর প্রশংসার ঝড় উঠেছে সমাজমাধ্যমে।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular