দেশে লোকসভা ভোটের আবহে বড় নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ বুধবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেডকে বড় নির্দেশ দিয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কী নির্দেশ দেওয়া হল আচমকা আরবিআই-এর তরফে?
এই প্রসঙ্গে RBI-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। দেশের বড় বেসরকারি ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল আরবিআই। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নতুন গ্রাহক যুক্ত করতে মানা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। এর পাশাপাশি কোটাক ব্যাঙ্কের নতুন ক্রেডিট কার্ড ইস্যু বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। তবে আরবিআই জানিয়েছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহক সহ তার বিদ্যমান গ্রাহকদের সমস্ত পরিষেবা সরবরাহ অব্যাহত রাখবে।
Reserve Bank of India has today directed Kotak Mahindra Bank Limited to cease and desist, with immediate effect, from onboarding new customers through its online and mobile banking channels and issuing fresh credit cards.
These actions are necessitated based on significant… pic.twitter.com/ccMz1EJRlI
— ANI (@ANI) April 24, 2024