রামনবমী শোভাযাত্রা ঘিরে গোষ্ঠিসংঘর্ষে পশ্চিমবঙ্গের হাওড়া অগ্নিগর্ভ ছিল। তবে শনিবার পরিস্থিতি থমথমে। একইভাবে বিহারেও ছড়িয়েছে (Ram Navami Violence) উত্তেজনা ও সংঘর্ষ। জ্বলছে বিহার শরিফ। গুলিবিদ্ধ একাধিক।
বিহারের ২ জেলায় সংঘর্ষ, লুটপাটের ঘটনা ঘটেছে। বিহার শরিফে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। সাসারামে ইন্টারনেট বন্ধ। ধারা-১৪৪ জারি হয়েছে নালন্দার কিছু এলাকায়। রাম নবমী ঘিরে বিহার শরিফে ঢিল ছুড়েছে দুষ্কৃতীরা। পাথর ছোড়ার পর দোকানপাটও লুটপাট করা হয়।
শুক্রবার রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে বিহারের দুই জেলা রোহতাস ও নালন্দায় দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু নালন্দার বিহার শরিফেই গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন। পাথরের আঘাতে আহত হয়েছেন ৯ জন। হামলা ও নাশকতার সঙ্গে জড়িতদের ধরতে চলছে অভিযান। আইজি রাকেশ রাঠি ঘটনাস্থলে ক্যাম্প করেছেন।
রাম নবমী মিছিল নালন্দার বিহার শরিফের গগন দিওয়ান এলাকার কবরস্থানের উপরে উঠতে শুরু করেছিল বলে অভিযোগ। এ সময় শুরু হয় গালিগালাজ। এরপর শুরু হয় পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ। সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত চলছে।