রাম মন্দির: মদ বিক্রি নিষিদ্ধ বিজেপি শাসিত ৪ রাজ্যে

বহু প্রতিক্ষার পর ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির৷ তাই সেজে উঠেছে রামের জন্মভূমি৷ প্রস্তুতিপর্ব প্রায় শেষের দিকে৷ দেশ-বিদেশের খ্যাতনামী ব্যক্তিদের কাছে পৌঁছে গিয়েছে…

বহু প্রতিক্ষার পর ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির৷ তাই সেজে উঠেছে রামের জন্মভূমি৷ প্রস্তুতিপর্ব প্রায় শেষের দিকে৷ দেশ-বিদেশের খ্যাতনামী ব্যক্তিদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র৷ মন্দির উদ্বোধন উপলক্ষে মদ বিক্রি নিষিদ্ধ বিজেপি শাসিত চার রাজ্যে৷

চারটি বিজেপি শাসিত রাজ্য ইতিমধ্যে ২২ জানুয়ারি মদের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে৷ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং ছত্রিসগড়ে ২২ তারিখ মদের দোকান বন্ধ রাখার কথা জানিয়েছে বিজেপি৷ সেই সঙ্গে হোটেল, রেস্তোরাতেও মদ সরবরাহ করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন মদ বিক্রি বন্ধ রাখতে জেএমএম পরিচালিত ঝাড়খণ্ড সরকারের উপর প্রবল চাপ তৈরি করেছে বিজেপি৷ রাজ্য বিজেপির নেতারা মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন৷ হেমন্ত সরকার এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি৷