নয়াদিল্লি: দেশের নিরাপত্তা ও আত্মরক্ষার অঙ্গীকারে এক নিখুঁত ও সীমিত সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (POK) একাধিক জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচালিত এই অভিযানে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী—একত্রে এক সুসংহত ও পরিকল্পিত প্রতিরক্ষা প্রতিক্রিয়া।
নিরপরাধীদের হত্যাকারীদেরই মেরেছি
বুধবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, “এই অভিযান কেবলমাত্র তাদের বিরুদ্ধেই পরিচালিত হয়েছে, যারা আমাদের নিরপরাধ নাগরিকদের রক্ত ঝরিয়েছে। ভারত কেবল প্রতিশোধ নয়, সুবিচারের পথেই চলেছে। অপারেশন সিঁদুর তার প্রকৃষ্ট উদাহরণ।” তিনি বলেন, “যারা আমাদের আঘাত করেছে, আমরা কেবল তাদেরই জবাব দিয়েছি—এটাই আমাদের নৈতিক অবস্থান।”
পাক ও POK-তে যৌথ অভিযান Rajnath Singh on Operation Sindoor
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার পর ভারত তার প্রতিক্রিয়া জানায় এই যৌথ অভিযানের মাধ্যমে। মাত্র ২৫ মিনিটের এই অভিযানে পাকিস্তানের মুরিদকে, বাহাওয়ালপুর, সিয়ালকোট, বারনালা এবং মুজাফফরাবাদে অবস্থিত লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরগুলি গুঁড়িয়ে দেওয়া হয়৷
প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করেন, এই হামলা ছিল সম্পূর্ণভাবে ‘মেপে নেওয়া’ ও ‘সীমিত’, যার একমাত্র লক্ষ্য ছিল জঙ্গি পরিকাঠামো। তিনি বলেন, “আমাদের সেনাবাহিনী লক্ষ্যবস্তু নির্ধারণে যে নিষ্ঠা ও মানবিকতা দেখিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কোনও সাধারণ নাগরিক কিংবা অসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।”
এই অপারেশনের মধ্য দিয়ে ভারত আবারও স্পষ্ট করে দিল—সন্ত্রাসবাদ নিয়ে কোনওরকম সহনশীলতা দেখাবে না। বিদেশ সচিব বিক্রম মিস্রির ভাষায়, “পাকিস্তানের তরফে জঙ্গি দমনে কোনও বাস্তব পদক্ষেপ না থাকায়, আমরা আমাদের ন্যায়সঙ্গত ও অনুপাতে প্রতিক্রিয়া জানিয়েছি।”
রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় নেতৃত্ব এবং সেনাবাহিনীর প্রতি তার অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করে বলেন, “দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় ভারত কখনও পিছু হটবে না। সাহস, সংযম ও স্থিরচিন্তায় পরিচালিত এই অভিযান গোটা বিশ্বকে জানিয়ে দিল—ভারত কেবল সহ্য করে না, প্রয়োজনে জবাব দিতেও জানে।”
Bharat: India’s ‘Operation Sindoor’ targets Pakistan & PoK terror camps after Pahalgam attack. Defence Minister Rajnath Singh emphasizes precise, limited retaliation for justice.