Rajnath Singh likely to skip russia tour
নয়াদিল্লি: আগামী ৯ মে মস্কোতে অনুষ্ঠিত হবে রাশিয়ার বিজয় দিবসের শোভাযাত্রা৷ এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে৷ গত মাসে পহেলগাঁও-এ জঙ্গিহানার পর সফর বাতিল করেন প্রধামন্ত্রী। তাঁর বদলে রাশিয়ায় যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর৷ আগামী ৯ তারিখ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জার্মানি বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করা হবে। তবে, এখন জানা যাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না৷
রাজনাথের বদলে ভারতের প্রতিনিধি কে?
সূত্রের খবর, রাজনাথের বদলে ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় সেথ রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন৷ রাশিয়ার কর্মকর্তারা এখনও প্রধানমন্ত্রী মোদীর মস্কো সফর বাতিলের কোনো স্পষ্ট কারণ জানাননি। তবে, বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, পহেলগাঁও সন্ত্রসবাদী হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে৷
রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানটি এক গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এবং সামরিক প্রতিনিধিরা অংশ নেন। প্রধানমন্ত্রী মোদী গত বছর রাশিয়ায় দুটি সফর করেছিলেন—একটি ছিল বার্ষিক শীর্ষ সম্মেলন এবং আরেকটি ছিল ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।
পহেলগাঁও হামলার নিন্দা করেছেন পুতিন Rajnath Singh likely to skip russia tour
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন এবং এটিকে “বর্বর অপরাধ” হিসেবে উল্লেখ করে ভারতের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার পর এক কড়া বার্তায় বলেছেন, “আমরা দ্রুত সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের পিছু ধাওয়া করব।” তিনি সেনাবাহিনীকে “সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা” দিয়েছেন, যাতে তারা পহেলগাম হামলার যথাযথ প্রতিক্রিয়া জানাতে পারে।
পাকিস্তানের আচরণ
পাকিস্তান জঙ্গি হামলার পর ভারতীয় প্রতিশোধের আশঙ্কায় উৎকণ্ঠিত। পাকিস্তান জানিয়েছে যে, তারা ভারতীয় কোনও “আক্রমণ” বা “অভিযান” প্রতিরোধ করতে প্রস্তুত। এদিকে, শুক্রবার রাতে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। এই নিয়ে টানা নবমবার বিনা প্ররোচনায় সীমান্তে গুলি ছোড়ে পাক সেনা। নিয়ন্ত্রণ রেখা বরাবর শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরে গুলি ছুড়লে পাল্টা জবাব দেয় ভারত।
Bharat: India sends Minister Sanjay Seth to Russia’s May 9 Victory Day parade, replacing PM Modi & Rajnath Singh. Details on India’s representation, Modi‘s cancellation after Pahalgam attack, and Russia’s celebration.