‘২৩ মিনিটে সন্ত্রাসকে গুঁড়িয়ে দিয়েছে!’ অপারেশন সিঁদুরে IAF-এর ভূয়সী প্রশংসা রাজনাথের

নয়াদিল্লি: ভুজ এয়ার ফোর্স স্টেশনে শুক্রবার এক ঐতিহাসিক ভাষণে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর সফল অভিযান, অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি…

Rajnath Singh lauds IAF

নয়াদিল্লি: ভুজ এয়ার ফোর্স স্টেশনে শুক্রবার এক ঐতিহাসিক ভাষণে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর সফল অভিযান, অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘‘এই অভিযান শুধুমাত্র ভারতের সামরিক শক্তির প্রমাণ নয়, বরং পুরো বিশ্বের কাছে এটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতার এক অনন্য প্রদর্শন। রাজনাথ সিং এদিন বলেন, ‘‘এটা প্রমাণিত যে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে৷ যে কোনও মূল্যে ভারত সন্ত্রাসবাদী কার্যক্রম প্রতিহত করবে।’’

মাত্র ২৩ মিনিটেই সন্ত্রাস খতম

অপারেশন সিঁদুরের প্রসঙ্গে রাজনাথ সিং আরও বলেন, ভারতীয় বিমান বাহিনী মাত্র ২৩ মিনিটে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে গজিয়ে ওঠা সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোর ওপর একের পর এক আঘাত হেনেছে। তিনি বলেন, “যতটুকু সময় জলখাবার খেতে লাগে, ততটুকু সময়েই শত্রুদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছেন আপনারা সকলে৷’’ তাঁর এই কথা শোনার পরই উপস্থিত বিমান বাহিনীর কর্মীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন৷ 

   

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন ভারতীয় বিমান বাহিনীর কর্মীদের সাহস এবং প্রজ্ঞার প্রশংসা করে আরও বলেন, “আপনারা ২৩ মিনিটে পাকিস্তান-পন্থী সন্ত্রাসবাদীদের আখড়া ধ্বংস করে দিয়েছেন। এতে শুধু ভারত নয়, সারা বিশ্ব ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতা দেখেছে এবং বিস্মিত হয়েছে।”

অত্যাধুনিক প্রযুক্তি আন্তর্জাতিক মহলেও প্রশংসিত Rajnath Singh lauds IAF

অপারেশন সিঁদুরের সময়ে ভারতীয় বিমান বাহিনীর দ্বারা ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষতা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। রাজনাথ সিং আরও যোগ করেন, “এই অভিযানে শুধু সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত করা হয়নি, বরং বিশ্বের কাছে এক পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে— ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং এর বিরুদ্ধে কোনও ধরনের সহনশীলতা দেখানো হবে না। আমরা প্রয়োজন হলে একেবারে নির্ভুল আক্রমণের মাধ্যমে এর মোকাবিলা করব।”

রাজনাথ ভারতীয় বিমান বাহিনীর কর্মীদের সাহস এবং প্রতিরক্ষা ক্ষমতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান, যা শুধুমাত্র দেশের সুরক্ষা নয়, পুরো বিশ্বের কাছে ভারতের শক্তির একটি শক্তিশালী বার্তা প্রেরণ করেছে। তিনি বলেন, “এই অভিযানে ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতা শুধু ভারতের সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি গোটা বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে।”

ভারতীয় বিমান বাহিনীর এ ধরনের নিখুঁত এবং সঠিক আক্রমণ বিশ্বের সামরিক বাহিনীর কাছে একটি নতুন মাপকাঠি স্থাপন করেছে এবং তা ভারতীয় সেনাবাহিনীর শক্তির পরিচয় দিয়েছে।

Bharat: Rajnath Singh lauds IAF’s “Operation Sindhur” in Bhuj speech, highlighting precision strikes on terror camps in 23 minutes. He emphasizes India’s zero-tolerance stance against terrorism and showcases IAF’s global capabilities.