Niti Ayog: হঠাতই ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরলেন রাজীব কুমার

নীতি আয়োগের (Niti Ayog) ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমার। এদিকে রাজীব কুমারের আকস্মিক পদত্যাগের পর কেন্দ্রীয় সরকার সরকার সুমন কে বেরিকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে নিয়োগ করেছে।

এক নির্দেশিকায় জানানো হয়েছে, ২০২২ সালের ১ মে থেকে সুমন বেরি দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ৩০ এপ্রিল রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে। আন্তর্জাতিক অর্থনীতি এবং আর্থিক নীতির বিশেষজ্ঞ সুমন বেরি। নয়াদিল্লি সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলোও। তাঁকে নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসেবে নিয়োগের ছাড়পত্র দিয়েছে ক্যাবিনেট কমিটি।

   

২০১৭ সালের আগস্টে তৎকালীন ভিসি অরবিন্দ পানাগড়িয়ার ইস্তফার পর বিশিষ্ট অর্থনীতিবিদ রাজীব কুমার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। নীতি আয়োগের নীতি নির্ধারণে এই বর্ষীয়ান অর্থনীতিবিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জোর দিয়েছিলেন কৃষি, সম্পদ নগদীকরণ, বিলগ্নিকরণ, উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচি এবং বৈদ্যুতিক যানবাহনসহ অন্যান্য বিষয়ের উপর। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিফিল এবং লখনউ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তিনি সেন্টার ফর পলিসি রিসার্চের (সিপিআর) একজন সিনিয়র ফেলোও ছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন