প্রবল বর্ষণে বিধ্বস্ত রাজস্থান (Rajasthan Rain)। ভারী বৃষ্টির জেরে আজমেরে তৈরী হয়েছে বন্যা পরিস্থিতি। রাজসমন্দে উপচে পড়ছে নদী-নালা। ভিলওয়াড়া ও ভরতপুরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। জন জীবন বিপর্যস্ত হচ্ছে ভিলওয়াড়া, ভরতপুর এবং করৌলিতে। পূর্ব থেকে পশ্চিম রাজস্থান জুড়ে বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। বিসালপুর বাঁধ, পাঁচনা বাঁধ, কোটা ব্যারেজসহ অনেক বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় প্রচুর মানুষের মৃত্যুও হয়েছে।
শুক্রবার আজমেরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে জলের তলায় শহরের বিস্তীর্ণ অংশ। ঘর বন্দে হয়ে পড়ছেন একাধিক মানুষ। জমা জলের কারণে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আটকে পড়েছে একধিক শিশু। শনিবার আজমেরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক জায়গায় জলাবদ্ধতায় আটকে পড়া মানুষকে উদ্ধার করেছে এসডিআরএফ দল।
#WATCH | Ajmer, Rajasthan: Anasagar Chaupati and Jaipur Road, Hathi Bhata severely flooded following heavy rainfall pic.twitter.com/a3c15MsY2M
— ANI (@ANI) September 7, 2024
আজমেরে এই বৃষ্টির কারণে একদিকে আনাসাগর হ্রদ , এবং অন্যদিকে বারি নদী উপচে পড়ায় বহু রাস্তা বন্ধ হয়ে গেছে এবং কলোনিগুলো প্লাবিত হয়েছে। শহরের প্রধান সড়কগুলোতে জ্যাম দেখা দিয়েছে। স্কুল বন্ধ থাকার পরও শিশুরা কয়েক ঘণ্টা বাড়িতে পৌঁছাতে পারেনি। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চিন্তায় পড়ে যান। জ্ঞান বিহারে অবস্থিত বেসরকারি স্কুলে শিশুরা আটকে পড়ার পর, সিভিল ডিফেন্স দড়ির সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। শহরের বিকে নগর, মতি বিহার, রামনগর, কোটরা এবং হাতিখেদা এলাকায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
সন্ত্রাসবাদীদের থেকে গ্রামগুলিকে সুরক্ষিত রাখতে কাশ্মীরের জনগণকে প্রশিক্ষণ সেনাবাহিনীর!
#WATCH | Rajasthan: Severe waterlogging in parts of Jaipur City following heavy rainfall in the region.
(Visuals from Nirman Nagar, Mansarovar) pic.twitter.com/MJ1MXNWyAr
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 7, 2024
কোটপুতলীতে ভারী বর্ষণে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেখানে দুই ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হয়। করৌলিতে বৃষ্টির জেরে ফের আতঙ্কে মানুষ। এর আগেও সেখানে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে । হনুমানগড় জেলাতেও প্রবল বৃষ্টি হয়েছে। ভিলওয়ারার কোটরি এলাকায় মুষলধারে বৃষ্টিতে অনেক রাস্তা অবরুদ্ধ। সওয়াইপুর সালারিয়া ও সওয়াইপুর কোটরি সড়ক যোগাযোক সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সেখানে দু’টি কালভার্টের ওপর দিয়েই জলের ধারা বইতে শুরু করে। এই এলাকায় প্রায় সাড়ে তিন ইঞ্চি বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
জয়সলমির জেলাতেও ভারী বৃষ্টি হয়েছে। সোয়াই মাধোপুরে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে শহর প্লাবিত হয়েছে। বৃষ্টির কারণে ত্রিনেত্র গণেশ মেলায় ভক্তদের বেশ সমস্যায় পড়তে হয়েছে। গণেশ ধামেই রণথম্ভোর দুর্গে যাওয়া ভক্তদের আটকে দেয় প্রশাসন। গত রাত থেকে কোটায় বৃষ্টি হচ্ছে। জয়পুরে রাতে হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু আজ সকাল থেকেই বৈশালী নগর এলাকায় ফের ভারী বৃষ্টি শুরু হয়েছে।