মোদীর নজরে রাজস্থান, মন্ত্রিসভার রদবদলে মিলল ইঙ্গিত

Narendra Modi to launch 'Aadi Mahotsav

দক্ষিণ ভারতে কোনও রাজ্যেই বিজেপির সরকার নেই। শুধু কেন্দ্রশাসিত পুডুচেরিতে টিমটিম করছে বিজেপির জোট সরকার। কর্নাটকে বিরাট পরাজয়ের পর দক্ষিণে শূন্য হয়ে এবার রাজস্থানে নজর মোদী-শাহর।

কংগ্রেস শাসিত এ রাজ্যের বিধানসভা নির্বাতচনের দিকে নজর রেখে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রজবদল ঘটালেন মোদী। রাজস্থান থেকে বিজেপির সাংসদ অর্জুন রাম মেঘওয়ালকে কেন্দ্রীয় আইনমন্ত্রী করা হয়েছে।

   

কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন কিরেন রিজিজু। উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সাংসদ তিনি। তাঁকে আইন মন্ত্রক থেকে সরানো হলো। তিনি চলে গেলেন ভূ-বিজ্ঞান মন্ত্রের দায়িত্বে। দেশ্ক আইনমন্ত্রীর পদ থেকে রিজিজুকে সরিয়ে তথাকথিত কম গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়েছে বলে রাজধানীর অন্দরমহলে চর্চা চলছে। নতুন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রাজস্থানের বিকানের কেন্দ্রের সাংসদ। তিনি এর আগে সংসদে বিজেপির মূখ্য সচেতক পদে ছিলেন।

তবে আইনমন্ত্রীর পদে মুখ বদলের কারণ হিসেবে রাজস্থানের বিধানসভা ভোটের সমীকরণ বিশেষ আলোচিত। এ রাজ্যে পরিবর্তনপন্থী সরকার কায়েম হয়। সেই সুবাদে এবার বিজেপির পক্ষে রাজস্থান দখলের সুযোগ বেশি। রাজ্য সরকারে থাকা কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কংগ্রেস নেতা সচিন পাইলটের মধ্যে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন