Rajasthan: নূপুর শর্মার ছবি দেওয়ায় গলা কেটে খুন, তদন্তে এনআইএ

ভয়াবহ দৃশ্য। ক্যামেরার সামনে দুই যুবক গলা কেটে খুন করল এক ব্যক্তিকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য। ধর্মীয় উত্তেজক গুজব ছড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রাজস্থান (Rajasthan)…

ভয়াবহ দৃশ্য। ক্যামেরার সামনে দুই যুবক গলা কেটে খুন করল এক ব্যক্তিকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য। ধর্মীয় উত্তেজক গুজব ছড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রাজস্থান (Rajasthan) সরকার উদয়পুরের একাংশে জারি করল ১৪৪ ধারা। উত্তপ্ত উয়দপুর।

খুনের ভিডিও পোস্ট ওই দুই যুবককে গ্রেফতার করছে পুলিশ। তাদের নাম মহম্মদ রিয়াজ আনসারি ও মহম্মদ। দুজনেই সশস্ত্র অবস্থায় ভিডিও আপলোড করে দায় নেয়। ধর্মীয় স্নোগান তুলে তারা দাবি করে আমরা বাঁচব আপনার জন্য, মরব আপনার জন্য।

নিহত ব্যক্তির নাম কানহাইয়া লাল। তিনি একজন দর্জি। উদয়পুরে তাঁর দোকানে পোশাক তৈরির জন্য গিয়েছিল অভিযুক্ত দুই যুবক। তারা দোকানের মধ্যে কানহাইয়া লালকে কুপিয়ে খুন করেছে।

আরও পডুন: Rajasthan: নূপুর শর্মার ছবি দিয়ে পোস্টের ‘বদলা’, উদয়পুরে কুপিয়ে খুন

আরও জানা যাচ্ছে, নিহত ব্যক্তির পুত্র সম্প্রতি ফেসবুকে বিতর্কিত হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার একটি ছবি পোস্ট করেছিল। সে কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে। পুলিশ এমন সন্দেহ করছে এর কারণ, ধৃত দুই যুবক ধর্মীয় স্লোগান তুলে কানহাইয়া লালের খুনের দায় নেয়।

ঘটনার ভয়াবহতায় পুরো উদয়পুর জুড়ে আতঙ্ক। শুরু হয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ। এর জেরে সাম্প্রদায়িক হামলা হতে পারে এমন আশঙ্কা বাড়ছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সব জেলা প্রশাসনকে সতর্ক করেছেন। পুলিশ বিভাগকে বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে। উদয়পুর শহর জুড়ে কার্ফু জারি হয়। ক্রমে উত্তেজনা ছড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে উদয়পুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

কানহাইয়া লাল কে খুনের পর একটি ভিডিওতে দুই যুবক অস্ত্র হাতে খুনের দায় নেয়। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হুমকি দিয়েছে। এর পরেই জাতীয় নিরাপত্তা সংস্থার একটি দল রাজস্থান গিয়ে তদন্ত শুরু করার জন্য যাচ্ছে।

এনআইএ এই খুনের ধরণ নিয়ে চিন্তিত। কারণ, নূপুর শর্মার ধর্মীয় মন্তব্যের পর আল কায়েদা ভারতীয় উপমহাদেশ শাখা হমকি দেয় হামলার। এই জঙ্গি সংগঠনটি বিভিন্ন সময় বারবার গলা কেটে খুনের ভিডিও দিয়েছে। উদয়পুরে খুনের পদ্ধতি নিয়ে চিন্তিত এনআইএ।