Rajasthan: নূপুর শর্মার ছবি দিয়ে পোস্টের ‘বদলা’, উদয়পুরে কুপিয়ে খুন

ভয়াবহ দৃশ্য। ক্যামেরার সামনে দুই যুবক গলা কেটে খুন করল এক ব্যক্তিকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য। ধর্মীয় উত্তেজক গুজব ছড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রাজস্থান সরকার…

short-samachar

ভয়াবহ দৃশ্য। ক্যামেরার সামনে দুই যুবক গলা কেটে খুন করল এক ব্যক্তিকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য। ধর্মীয় উত্তেজক গুজব ছড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রাজস্থান সরকার উদয়পুরের একাংশে জারি করল ১৪৪ ধারা। উত্তপ্ত উয়দপুর।

   

জানা যাচ্ছে নিহত ব্যক্তির নাম কানহাইয়া লাল। তিনি একজন দর্জি। তাঁকে প্রকাশ্যে দুই যুবক কুপিয়ে খুন করেছে। আরও জানা যাচ্ছে, নিহত ব্যক্তির পুত্র সম্প্রতি ফেসবুকে বিতর্কিত হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার একটি ছবি পোস্ট করেছিল। সে কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে।

ঘটনার ভয়াবহতায় পুরো উদয়পুর জুড়ে আতঙ্ক। শুরু হয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ। এর জেরে সাম্প্রদায়িক হামলা হতে পারে এমন আশঙ্কা বাড়ছে।

কানহাইয়া লাল কে খুনের পর একটি ভিডিওতে দুই যুবক অস্ত্র হাতে খুনের দায় নেয়। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হুমকি দিয়েছে। দুই যুবক নিজেদের পরিচয় দেয় মহম্মদ রিয়াজ আনসারি ও মহম্মদ ভাই বলে। তাদের ছবি দেখে আরও ক্ষোভ ছড়ায়।

উদয়পুর জুড়ে জারি সতর্কতা। রাজস্থান সরকার যে কোনওরকম পরিস্থিতি রুখতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে।