Cyclone Asani: অশনির প্রভাবে আন্দামানে প্রবল বর্ষণ, স্থলভাগে আছড়ে পড়বে আগামিকাল

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছে অশনি। এখনও পর্যন্ত এটি গভীর নিম্নচাপের পর্যায়ে রয়েছে। কিন্তু সমুদ্র থেকে জলীয় বাষ্প সঞ্চয় করে ক্রমশ তা শক্তি বাড়াচ্ছে। আগামিকালের…

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছে অশনি। এখনও পর্যন্ত এটি গভীর নিম্নচাপের পর্যায়ে রয়েছে। কিন্তু সমুদ্র থেকে জলীয় বাষ্প সঞ্চয় করে ক্রমশ তা শক্তি বাড়াচ্ছে। আগামিকালের মধ্যে অশনি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আগামিকালই এটি স্থলভাগে আছড়ে পড়বে।

Advertisements

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূলে এটি আছড়ে পড়বে। ভারতে অশনি না এলেও এর প্রভাব পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। অশনির প্রভাবে শনিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে আন্দামানে। রবিবার তা বেড়েছে। সোমবারও চলবে বৃষ্টি।

   

রবিবার আন্দামান ও নিকোবরের উপকূলীয় অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন চেন্নাই এবং বিশাখাপত্তনম থেকে আসা জাহাজগুলিকে স্থগিত রাখা হয়েছে। মতসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামানে দেড়শোরও বেশি এনডিআরএফ কর্মী পাঠানো হয়েছে। ইতিমধ্যে ছয়টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে।