HomeBharatOdisha Train Accident: ট্রেন দুর্ঘটনার পিছনে নাশকতার তথ্য ফাঁস রেলমন্ত্রীর

Odisha Train Accident: ট্রেন দুর্ঘটনার পিছনে নাশকতার তথ্য ফাঁস রেলমন্ত্রীর

- Advertisement -

বালোসোর ট্রেন দুর্ঘটনা (Odisha Train Acciden) পিছনে নাশকতা রয়েছে বলেই মনে করছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে নস্যাৎ করে বলেন, পয়েন্ট ব্যবস্থা বদল করা হয়৷ কে বা কারা পয়েন্ট ব্যবস্থা বদল করেছে, তা খুঁজে বের করা হচ্ছে৷ তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে৷

   

গত শুক্রবার সন্ধে নাগাদ যশবন্তপুর হামসফর এক্সপ্রেস ও শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুটি লাইনট্যুত হয় ওড়িশার বাহানাগা বাজার এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী।

রবিবার তিনি জানান, উদ্ধারকাজ আপাতত শেষ। চলছে লাইন মেরামতির কাজ। সন্ধের মধ্যে আংশিক লাইন মেরামতির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন,বুধবারের মধ্যে লাইন মেরামতির কাজ সম্পূর্ণ শেষ করে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে, এই দুর্ঘটনার জেরে আজও বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে গন্তব্যে পাঠানোর কাজ চলছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular