রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসকে টেক্কা দিতে মোদী সরকার চালু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে বন্দে ভারত ছাড়াও ভারতবাসীর নজর রয়েছে আরেক ট্রেনের দিকে, সেটি হল বুলেট ট্রেন (Bullet Train)। ঠিক কবে চালু হবে বুলেট ট্রেন, সংসদের উচ্চকক্ষে তা জানিয়েছেন (Bullet Train) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
জোরকদমে চলছে বুলেট ট্রেনের কাজ
রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন রেলমন্ত্রী বলেন, বুলেট ট্রেন প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে। ৩২০টি ফিলার তৈরির কাজ শেষ হয়েছে। সমুদ্রের তলদেশে প্রায় ৫০ মিটার গভীরে টানেল নির্মাণ ও স্টেশন নির্মাণের কাজও চলছে দ্রুত গতিতে।
অশ্বিনী বৈষ্ণবের কথায়, ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত দিল্লি মেট্রোর ডিরেক্টর ছিলেন ই. শ্রীধরন। তিনি মেট্রোতে এক অভিনব ব্যবস্থা চালু করেন। দুটি শ্রেণি চালু করেন তিনি। প্রথমটি সাধারণের জন্য এবং দ্বিতীয়টি বিশেষ শ্রেণির জন্য। বন্দে ভারতেও মাত্র দুটি ক্যাটাগরি রাখা হয়েছিল। আমাদের অগ্রাধিকার হল একই ক্যাটাগরি যাতে যে কেউ এসে যে কোনও জায়গায় বসতে পারেন।
ইউপিএ-র ১০ বছরের থেকে মোদীর আমলে নাকি রেলে নিয়োগ ৯১ হাজার বেশি, দাবি বৈষ্ণবের
জাপানের সহযোগিতায় কাজ শুরু হয়েছে
রেলমন্ত্রী বলেন, জাপানের সহযোগিতায় ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছে। মুম্বই ও আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন চলবে। এই প্রকল্প চলাকালীন কাজের পদ্ধতি এবং প্রযুক্তি সম্পর্কেও নতুন তথ্য পাওয়া গিয়েছে। বিশ্বের প্রায় সমস্ত উন্নত দেশই বুলেট ট্রেন চালু করেছে। জাপান ১৯৬৯ সালে বুলেট ট্রেনের কাজ শুরু করে। আজও সেখানে খুব জনপ্রিয় এই ট্রেন।
নতুন তথ্য সামনে এসেছে
বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলাকালীন অনেক নতুন তথ্য সামনে এসেছে। কীভাবে একটি এলিভেটেড ট্র্যাককে ভূমিকম্প প্রতিরোধী করা যায়, কীভাবে ৪০ মিটার লম্বা, ১১০০ টন ওজনের গার্ডার একসঙ্গে রাখা যায়, সেই রহস্য উদঘাটিত হয়েছে। এই প্রকল্পকে শুধুমাত্র পরিবহণ প্রকল্প হিসেবে দেখা উচিত নয়। বুলেট ট্রেন ৪-৫টি বড় শহরের অর্থনীতিকে যুক্ত করে একটি বড় অর্থনীতি তৈরি করবে।
BJP: নীতীশ-নাইডুকে নিয়ে অস্বস্তি রয়েইছে, এবার মোদী-শাহদের নয়া চিন্তা শরিক আটওয়াল
১৫ মিনিটে ১০০ কিলোমিটার যাত্রা
রেলমন্ত্রী বলেন, বুলেট ট্রেন জাপানের টোকিও, নাগোয়া, কোবে, ওসাকা এবং কিয়োটো শহরের অর্থনীতিকে সংযুক্ত করেছে। ১০০ কিলোমিটার যেতে সময় লাগে মাত্র ১৫-২০ মিনিট। বুলেট ট্রেন প্রকল্পে কোনও ধরনের বাধা নেই। প্রকল্পটি জটিল, তবে এর নকশা অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুত করা হচ্ছে এবং কাজ দ্রুত গতিতে চলছে।