HomeBharatরাহুলের হাইড্রোজেন বোমা: হরিয়ানার ভোটার ব্রাজিলীয় মডেল!

রাহুলের হাইড্রোজেন বোমা: হরিয়ানার ভোটার ব্রাজিলীয় মডেল!

- Advertisement -

নয়াদিল্লি: দেশজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR)। এই আবহে বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বহু অপেক্ষাকৃত হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবী, গত বছর হরিয়ানার বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে ভোটচুরি হয়েছে। প্রায় ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে বলে এদিন দাবী করলেন রাহুল।

উদাহরণস্বরূপ হরিয়ানার ভোটার তালিকায় (Hariyana Voter List) ২২ টি এন্ট্রি তুলে ধরেন কংগ্রেস সাংসদ (Rahul Gandhi)। তাঁর দাবী, ব্রাজিলীয় মডেল ম্যাথিউস ফেরেরোর ছবি ব্যাবহার করে ২২ টি নাম তালিকায় অন্তর্ভুক্ত কড়া হয়েছে। রাহুল গান্ধী বলেন, “এই ব্রাজিলিয়ান মহিলার ছবি ভোটার তালিকায় “সুইটি, সীমা, সরস্বতী” নামে ২২ বার দেখা গেছে।”

   

হরিয়ানার ১০ টি ভিন্ন বুথে ওই ছবি ব্যবহার করে একাধিক নামে ভোট পড়েছে। আরও একটি উদাহরণ তুলে তিনি একটি বিধানসভা কেন্দ্রে একই মহিলার ছবি ব্যবহার করে ১০০টি ভোটার আইডির কথা উল্লেখ করেন। রাহুলের অভিযোগ, ভোটার তালিকায় এমন কারসাজি করা হয়েছে, যাতে একটি নাম ও ছবি ব্যবহার করে যে কেউ হরিয়ানায় ভোট দিতে পারেন।

বিজেপি মূলত অন্য রাজ্য থেকে লক এনে নিজেদের ঝুলিতে ভোট ভরেছে বলে অভিযোগ রাহুলের। কংগ্রেস নেতা আরও একটি মহিলার ছবি দেখান যা দুটি ভোটকেন্দ্রের ভোটার তালিকায় ২২৩ বার দেখা যায়। “এই কারণেই নির্বাচন কমিশন বুথের সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেয়,” বলে অভিযোগ করেন রাহুল গান্ধী।

“কংগ্রেসের পোলিং-এজেন্টরা কি করছিলেন?” প্রশ্ন কমিশনের

রাহুলের অভিযোগের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন ছুঁড়েছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে খবর, “ভোটগ্রহণ পর্ব চলাকালীন কংগ্রেসের পোলিং-এজেন্টরা তাহলে কি করছিলেন? তাঁদের তো দেখা উচিৎ, কোনও ভোটার একের বেশিবার ভোট দিতে ঢুকছেন কি না!” ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার দাবীতে বুধবার রাহুলের বোমার প্রেক্ষিতে কমিশনের সূত্রটি আরও প্রশ্ন তুলেছে, রাহুল গান্ধী কি তাহলে এসআইআর-এর পক্ষে? কেননা উনিও তো ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার দাবী করছেন!

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular