Rahul Gandhi: রাহুল গান্ধীর অফিসে হামলার অভিযোগ

এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) অফিসে হামলার অভিযোগ উঠল। জানা গিয়েছে, শুক্রবার রাহুল গান্ধীর ওয়েনাডের অফিসে হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কেরলের শাসক দল …

Rahul Gandhi: রাহুল গান্ধীর অফিসে হামলার অভিযোগ

এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) অফিসে হামলার অভিযোগ উঠল। জানা গিয়েছে, শুক্রবার রাহুল গান্ধীর ওয়েনাডের অফিসে হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কেরলের শাসক দল  সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই।

Rahul Gandhi: রাহুল গান্ধীর অফিসে হামলার অভিযোগ
রাহুল গান্ধীর ওয়েনাডের অফিসে ভাঙচুর

তবে এখনো অবধি এ বিষয়ে কংগ্রেস সাংসদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, শুক্রবার কালপেট্টার কাছে কৈনাটটিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অফিসে ভাঙচুর চালায় এসএফআই(SFI) কর্মীরা।

ভারতীয় যুব কংগ্রেস এক টুইট বার্তায় অভিযোগ করেছে, রাহুল গান্ধীর ওয়েনাড কার্যালয়ের দেওয়ালে উঠে ভাঙচুরের সময় গুন্ডারা এসএফআইয়ের পতাকা ধরে রেখেছিল।  

Advertisements

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষমতাসীন সিপিআইএম ছাত্র শাখা এসএফআইয়ের একটি প্রতিবাদ মিছিল হিংসার রূপ আকার ধারন করে।  এসএফআই-এর কয়েকজন কর্মী রাহুলের অফিসে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। এরপরেই পরিস্থিতি আরও সরগরম হয়ে ওঠে।

ঘটনার বিষয়ে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, “পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। এটা সিপিএম নেতৃত্বের স্পষ্ট ষড়যন্ত্র। গত পাঁচ দিন ধরে, ইডি রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে, তার পরে আমি জানি না কেন সিপিআইএম তাকে আক্রমণ করার জন্য নরেন্দ্র মোদীর পথে যাচ্ছে। আমি আশা করছি যে এ বিষয়ে সীতারাম ইয়েচুরি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”