Tripura: ত্রিপুরায় ছাপ্পা ভোট রুখে ঘেরাও নিরাপত্তা বাহিনী ! অভিযুক্ত শাসকদল বিজেপি

ব্যারাকে ফেরার পথে এমন ঘটনা ঘটবে স্বপ্নেও ভাবেননি আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তাঁদের গাড়ি ঘিরে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল। ঘেরাও থেকে আরও অভিযোগ, কেন…

ব্যারাকে ফেরার পথে এমন ঘটনা ঘটবে স্বপ্নেও ভাবেননি আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তাঁদের গাড়ি ঘিরে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল। ঘেরাও থেকে আরও অভিযোগ, কেন ভোটের সময় কড়া ভূমিকা নিয়েছিলে তোমরা? বৃহস্পতিবার ত্রিপুরা( Tripura) উপনির্বাচন শেষ হবার পর এমন দৃশ্য সামনে এসেছে।

অভিযোগ, নিরাপত্তারক্ষীদের বহনকারী গাড়ি ঘিরে রেখে যা খুশি তাই বলতে থাকে ঘেরাওকারীরা। এদের কয়েকজন বিজেপির মহিলা সংগঠন ও বিভিন্ন শাখা সংগঠনের সদস্য বলে চিহ্নিত করেছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সুরমা বিধানসভার অন্তর্গত সালেমা থানাধীন ভাত খাওরি এলাকায়।

ঘেরাও থেকে যে ভাবে অপমান করা হয়েছে তাতে গাড়ি ভর্তি জওয়ানরা হতচকিত। তাঁরা সশস্ত্র। অথচ তাঁদের দেখে রোষে তেড়ে যাচ্ছে একদল মহিলা ও পুরুষ। গাড়ি ঘিরে রেখেছে তারা। কোনওরকমে তাদের সরিয়ে গাড়ি চলে যায়।

ভোটে নিরাপত্তা দিতে নামানো হয় আধা সামরিক বাহিনীকে। পরিস্থিতি বুঝে নির্বাচন কমিশন তাদের ব্যবহার করে। ত্রিপুরায় গত ২০১৮ সাল থেকে লাগাতার নির্বাচনী ও রাজনৈতিক সন্ত্রাসে অভিযুক্ত শাসকদল বিজেপি। আসন্ন বিধানসভা ভোটের আগে যে চারটি আসনে উপনির্বাচন (আগরতলা-৬, বড়দোয়ালি টাউন, সুরমা ও যুবরাজনগর) হয়ে গেছে তাতেও বুথ দখল, ভোট দিতে যাওয়া পুলিশকে ছুরি মেরে জখম করার ঘটনা ঘটেছে। তবে বুথ দখল রুখতে নিরাপত্তা রক্ষীরা সক্রিয় ছিল।

ভোট শেষে ইভিএম পৌঁছে গেছে স্ট্রং রুমে। সুরমা বিধানসভার ভাত খাওরি থেকে কড়া নিরাপত্তায় ইভিএম নিয়ে ফেরত এসেছেন নিরাপত্তারক্ষীরা। ২৬ জুন গণনা। ত্রিপুরায় শাসক বিজেপি বনাম বিরোধী দল সিপিআইএমের মূল লড়াই। অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। আছে তিপ্রা মথা ও তৃণমূল কংগ্রেস।