Rahul vs Modi: ‘যুব সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন মোদী’, আক্রমণে রাহুল

লোকসভা ভোটের আগে নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে উদ্দেশ্য করে ঝাঁঝালো আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। Advertisements বর্তমানে রাহুল…

লোকসভা ভোটের আগে নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে উদ্দেশ্য করে ঝাঁঝালো আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Advertisements

বর্তমানে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছে গিয়েছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। সারাংপুরের পর আজ শাজাপুর শহরে প্রবেশ করেছে এই যাত্রা। শহরের ধোবি চৌরাহা থেকে যাত্রাটি রোড শো হিসাবে পুরানো হাইওয়ে পেরিয়ে টাঙ্কি চৌরাহায় পৌঁছেছিল যেখানে রাহুল গান্ধী পথসভায় ভাষণ দিয়েছিলেন। এরপর রথযাত্রা যাবে মাকসির উদ্দেশে। পথসভা চলাকালীন বড় মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, ”প্রধানমন্ত্রী চান যুবকরা জয় শ্রীরাম বলুক, আর অনাহারে মরুক।” হ্যাঁ ঠিক এ ভাষাতেই মোদীকে কটাক্ষ করেন রাহুল গান্ধী।

বিজ্ঞাপন

ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন মধ্যপ্রদেশের শাজাপুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সাংসদ জাতিভিত্তিক জনগণনার পক্ষেও সওয়াল করে বলেন, এই সমীক্ষা করলে মানুষের সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।