Rahul Gandhi: এবার রাহুল হাঁটবেন ভারত ন্যায় যাত্রায়, তাল ঠুকছে কংগ্রেস

ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত মণিপুর থেকে…

Rahul Gandhi to lead Bharat Nyay Yatra from mumbai to manipur across 14 States

ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত মণিপুর থেকে মুম্বই পর্যন্ত চলবে এই যাত্রা। এর আগে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিল কংগ্রেস। ২০২২ সালের ৭ সেপ্টেম্ব শুরু হওয়া এই যাত্রা প্রায় ৫ মাস ধরে চলেছিল।

কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন,এই যাত্রাপথ হবে ৬২০০ কিলোমিটার। মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্র হয়ে এই যাত্রা চলবে। ভারত ন্যায় যাত্রা ১৪ টি রাজ্য এবং ৮৫ টি জেলার মধ্য দিয়ে যাবে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার দলের ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট কৌশলের উপর জোর দিয়েছিলেন এবং প্রস্তাব করেছিলেন যে রাহুল গান্ধী পূর্ব থেকে পশ্চিমে ‘ভারত জোড়ো যাত্রা’র দ্বিতীয় ধাপ বের করবেন।খাড়গের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং ওয়ার্কিং কমিটির বিভিন্ন সদস্য।

সভায় দেওয়া ভাষণে কংগ্রেস সভাপতি বলেন, “গত কয়েক মাস ধরে দলের সমস্ত নেতা-কর্মীরা একটি দাবি উত্থাপন করে আসছেন যে, রাহুল গান্ধীজি পূর্ব থেকে পশ্চিমে ‘ভারত জোড়ো যাত্রা’ বের করুন। আমি এই বিষয়টি ওয়ার্কিং কমিটিতে রাহুলজির সামনে রেখেছি এবং সিদ্ধান্তটি আপনাদের সকলের উপর ছেড়ে দিচ্ছি।

রাহুল গান্ধী এবং আরও কয়েকজন কংগ্রেস নেতা ও কর্মী গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন, যা এই বছরের ৩০ জানুয়ারি শ্রীনগরে শেষ হয়েছিল। এরপর থেকেই যাত্রার দ্বিতীয় ধাপ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।